যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আইসি ডিজ়াইন অ্যান্ড ফ্যাব্রিকেশন সেন্টারের তরফে প্রশিক্ষণ (সামার ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রাম)-এর আয়োজন করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচিটির নাম— ‘মাইক্রোইলেকট্রনিক্স টেকনোলজি অ্যান্ড ভিএলএসআই ডিজ়াইন’। মোট ছ’সপ্তাহ ধরে চলবে। প্রশিক্ষণে ফেব্রিকেশন অ্যান্ড ক্যারেক্টারাইজ়েশন অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস, এফপিজিএ বেসড প্রোটোটাইপিং অফ ডিজ়িটাল সার্কিটস, ন্যানো সেন্সরস, ভিএলএসআই ভেরিফিকেশন প্রসেস, ভিএলএসআই ইডিএ টুল হ্যান্ডলিং, অ্যানালগ এমওএস সার্কিট এবং ন্যানোমেটিরিয়াল অ্যান্ড গ্রাফিন-এর মতো বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে জানানো হবে পড়ুয়াদের। এ ছাড়া ল্যাবরেটরি হ্যান্ডলিংয়ের প্রশিক্ষণও দেওয়া হবে।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/আইইই/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/আইটিতে বিই বা বিটেক-এর দ্বিতীয় বর্ষে পড়ছেন এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এ ছাড়াও যাঁদের ইলেকট্রনিক্স সায়েন্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি রয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের জন্য কোর্স ফি-র পরিমাণ ৯ হাজার টাকা। এ ছাড়াও ধার্য করা হবে ১৮ শতাংশ জিএসটি। আগামী ৩০ জুন থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
আরও পড়ুন:
আবেদন কী ভাবে?
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তি হওয়া যাবে। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’-এর ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।