সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানায় পিএইচডি-র জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়েছে। বায়োকেমেস্ট্রি, বায়োটেকনোলজি, কেমেস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি-সহ সাংবাদিকতা, ভূগোল, অর্থনীতি, সংস্কৃত, এবং আরও বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। সব ক’টি বিষয় মিলিয়ে মোট ১০৫ জন সুযোগ পাবেন পিএইচডি স্তরে ভর্তি হওয়ার। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ ডিসেম্বর। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।