আইন নিয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পড়তে হলে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তা হলেই সুযোগ মেলে জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভর্তি হওয়ার। সেই প্রবেশিকার সম্ভাব্য ‘আনসার কি’ প্রকাশিত হয়েছে। ‘কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’-র তরফে তা প্রকাশ করা হয়েছে।
কী ভাবে দেখবেন ‘আনসার কি’
প্রথমে ‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র ওয়েবসাইটে যেতে হবে।
‘হোমপেজ‘ থেকে কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এ গেলে সম্ভাব্য ‘আনসার কি’-র লিঙ্কটি পাওয়া যাবে।
সেখানে পরীক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই দেখতে পাবেন ‘আনসার কি’।
পরবর্তী প্রয়োজনের জন্য ‘আনসার কি’ ডাউনলোড করেও রাখা যেতে পারে। ‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে ‘আনসার কি’-র পাশাপাশি ‘রেসপন্স শিট’ প্রকাশ করেছে। যেখানে পরীক্ষার্থীরা দেখতে পাবেন নিজেদের উত্তরগুলি।
আরও পড়ুন:
প্রাথমিক উত্তরপত্রে কোনও বিভ্রান্তি বা ভুল থাকলে তা চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের জন্য আপত্তি জানাবার একটি ‘উইন্ডো’ খোলা হয়েছে। পরীক্ষার্থীরা ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রতি আপত্তির জন্য ১,০০০ টাকা ফি দিয়ে আপত্তি জমা দিতে পারবেন। যদি তা সঠিক বলে প্রমাণিত হয় তা হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি’র তরফে প্রতি বছরই আইনের প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা হয়। চলতি বছর ৭ ডিসেম্বর ক্ল্যাট ২০২৬ হয়েছিল। প্রায় ৯২,৩৪৪ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন এ বার। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এই প্রার্থীদের মধ্যে ৭৫ হাজারের বেশি স্নাতক স্তরে পড়ার জন্য এবং ১৭ হাজারের কাছে প্রার্থী পরীক্ষা দিয়েছেন স্নাতকোত্তর স্তরের জন্য।