Advertisement
E-Paper

নবম-দশমের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হবে ডিসেম্বরের শেষে

জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে একাদশ-দ্বাদশের সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হবে। এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ৭ জানুয়ারি প্যানেল প্রকাশ করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০২৫-এর ফলাফল। কিন্তু তারপরই প্রশ্ন উঠছে কবে হবে ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই। এসএসসি জানাল, ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে চলেছে নবম-দশমের ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাইয়ের প্রথম পর্বের কাজ। চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের কাজের মেয়াদ শেষ হচ্ছে ৩১শে ডিসেম্বর।

বিভিন্ন স্কুলে গঠন-পাঠন জানুয়ারি মাস থেকে ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নতুন বছরের শুরু থেকে তাদের চাকরির মেয়াদ ৮ মাস বাড়াতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। চলতি সপ্তাহেই বিষয়টির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফ থেকে হলফনামা দিয়ে ডিসেম্বরের ২৬ তারিখে নবম-দশম-এর তথ্য যাচাইয়ের কথা জানানো হয়েছে। এসএসসির তরফ থেকে জানানো হয়েছে, তারা ডিসেম্বরে শেষ সপ্তাহে বেশ কিছু বিষয়ে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে নবম-দশমের।

শুধু তাই নয়, জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে একাদশ-দ্বাদশের সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হবে। এসএসসি-র তরফে সুপ্রিম কোর্টে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ৭ জানুয়ারি প্যানেল প্রকাশ করা হবে।

একাদশ-দ্বাদশের নিয়োগের মধ্যেই চলছে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। সেখানে আবেদন জমা পড়েছে ১৬ লক্ষেরও বেশি, যা ২০১৬-এর তুলনায় প্রায় ২ লক্ষ কম। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের আগে সম্ভব নয় বলে এসএসসি সূত্রের খবর। কারণ শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা করাতে গেলে প্রায় দু হাজারের কাছাকাছি পরীক্ষা কেন্দ্র প্রয়োজন।

WBSSC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy