Advertisement
E-Paper

অবশেষে নিয়োগ! আগামী সপ্তাহেই শুরু সাড়ে ১৩ হাজার প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন গ্রহণ

অ্যাপটিটিউড টেস্টের ৫ পাঁচ নম্বর কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে প্রার্থীদের বয়স অনূর্ধ ৪০ হতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৫৬
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

আগামী সপ্তাহে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া। ইঙ্গিত তেমনই। দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক হতে চলেছে। পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আবেদন প্রক্রিয়া, জানা গিয়েছে পর্ষদ সূত্রে।

পর্ষদের এক আধিকারিক জানান, দুর্গাপুজোর ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। উৎসব শেষেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ করা হবে। কী নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে কথা আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৫০ নম্বরে মূল্যায়ন করা হবে। তার মধ্যে মাধ্যমিক-৫ নম্বর, উচ্চ মাধ্যমিক-১০ নম্বর, এনসিটিই ট্রেনিং-১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)- ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি- ৫নম্বর, সাক্ষাৎকার-৫নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টে-৫ নম্বর রয়েছে।

তবে অ্যাপ্টিটিউড টেস্টের ৫ পাঁচ নম্বর কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে প্রার্থীদের বয়স অনূর্ধ ৪০ হতে হবে।

গত ২৪ সেপ্টেম্বর, পরীক্ষার ২১ মাস পর প্রকাশিত হয়েছে ২০২৩ সালে প্রাথমিকের টেটের ফল। তার আগে ২০২২ সালেরও ফলপ্রকাশ হয়েছে। পাশ করেছিলে প্রায় ৫২হাজার পরীক্ষার্থী। কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় গত বুধবার ২০২২ সালে টেট উত্তীর্ণেরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘেরাও করা হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে।

২০২৩ টেট-এ উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬,৭৫৪ জন পরীক্ষার্থী। প্রথম ১০-এ রয়েছেন ৬৪ জন। এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। পাশের হার ২.৪ শতাংশ।

WBBPE WB Teachers Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy