কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্স বা সামুদ্রিক বিজ্ঞানে পিএইচডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
চলতি শিক্ষাবর্ষের জন্যই বিশ্ববিদ্যালয়ের তরফে এই সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের।
বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে মোট ১৮টি আসনে পিএইচডির জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই ইন্টারভিউ দেওয়া যাবে। যাঁরা ইউজিসি নেট/সেট/গেট-এর মতো যোগ্যতা-নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা বর্তমানে ডিএসটি-ইনস্পায়ার ফেলোশিপ প্রাপক, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। পিএইচডিতে আবেদনের জন্য পড়ুয়াদের কোনও ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পড়ুয়াদের মেরিন সায়েন্স বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন?
আবেদনের জন্য আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। আবেদন জানাতে পড়ুয়াদের অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুন। এর পর বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের জন্য যোগ্য পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ১৮ জুলাই। তার পর মেল করে ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।