বুধবার দুপুরে প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বছরও কলকাতাকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের অন্যান্য জেলা। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এর মধ্যে প্রথম দশের মেধাতালিকায় যে ৭২ জন রয়েছে, তার মধ্যে ১৪ জনই হুগলি জেলার। কৃতীদের সাফল্যে খুশি হুগলিবাসী।
প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভাল ফলের দৃষ্টান্ত রাখে হুগলির পড়ুয়ারা। ধারাবাহিক ভাবে জেলার বিভিন্ন স্কুলের কৃতীরা মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। বুধবার ফলাফল ঘোষণার পর জানা গেল এ বার হুগলি জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগ হাই স্কুলের রাজর্ষি অধিকারী। রাজর্ষির প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের নিরিখে ৯৯.২। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন তাঁর। মা-বাবা ছেলের স্বপ্নপূরণে পাশে থাকতে চান। একই স্কুল থেকে মেধাতালিকার পঞ্চম স্থানে রয়েছেন প্রান্তিক গঙ্গোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩।
আরও পড়ুন:
এর পর ষষ্ঠ স্থানে যুগ্ম ভাবে জেলা থেকে রয়েছেন দু’জন। শ্রী অরবিন্দ বিদ্যামন্দির এবং মুক্তারপুর হাই স্কুলের রৌনক গড়াই এবং আরাফাত হোসেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে রয়েছে জেলার তিনজন। সৈয়দ মহম্মদ তামজিদ, অঙ্কন নন্দী এবং তন্ময় হালদার। এঁরা যথাক্রমে রহিমপুর নবগ্রাম হাই স্কুল, গোঘাট হাই স্কুল এবং চাতরা নন্দলাল ইনস্টিটিউটশনের ছাত্র। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১।
কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের রাজদীপ শাসমল, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস)-এর অভ্রদীপ বেরা এবং শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুলের শ্রেষ্ঠা মুখোপাধ্যায় রয়েছেন অষ্টম স্থানে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০।
মেধাতালিকায় নবম স্থানেও রয়েছেন শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল সৌরভ বেরা, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস),-এর জিষ্ণু ঘোষ এবং আনুর হাই স্কুলের সপ্তর্ষি পাঁজা। প্রাপ্ত নম্বর ৪৮৯।
দশম স্থানে যুগ্ম ভাবে জায়গা করে নিয়েছেন আরামবাগ হাই স্কুলের সর্বজিৎ সাহা এবং রামনগর নুট বিহারি পালচৌধুরী হাই স্কুলের অদ্রীশ সামন্ত। উভয়ের প্রাপ্ত নম্বর ৪৮৮।