ফের গোলমাল উচ্চ প্রাথমিকে। চাকরি পেয়েও কাজ হারালেন দু’জন। সূত্রের খবর, দুই চাকরিপ্রার্থী সম্প্রতি নিয়োগপত্র পেয়েছিলেন শিক্ষা দফতরের তরফে। কিন্তু পরে দেখা যায় তাঁদের শিক্ষাগত যোগ্যতার নথিতে গোলমাল রয়েছে। তড়িঘড়ি, তাঁদের সঙ্গে যোগাযোগ করে স্কুল সার্ভিস কমিশন। চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তাঁদের অনুমোদন বাতিল হচ্ছে।
ওই দুই শিক্ষকের পরিচয় জানা না গেলেও সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দু’টি পৃথক স্কুলে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। নিয়োগপত্র থাকলেও, নথি যাচাইয়ের সময় সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের। তাঁরাই এসএসসি-র কাছে অভিযোগ জানান। পরে কমিশনের তরফে ফের তাঁদের নথি যাচাই করানো হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দিয়ে।
আরও পড়ুন:
সেখানেই ইউজিসি জানিয়ে দেয়, তাঁদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনুমোদিত নয়। তার পরই ওই দুই প্রার্থীর অনুমোদন বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি কমিশনের কোনও কর্তা।
জানা গিয়েছে, ওই দুই প্রার্থী দাবি করেছিলেন তাঁরা ইউজিসি স্বীকৃত ভিন্ রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ডিগ্রি ইউজিসি অনুমোদিত নয়। কমিশনের অনুমোদন বাতিলের পরই যাবতীয় তথ্য পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর কাছে। সেখান থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাবতীয় নথি পৌঁছে যাবে। কারণ উচ্চ প্রাথমিকের নিয়োগ কর্তা তারাই।
শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বহু প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। যদিও ১,২৪১ জনের নিয়োগ এখনও বাকি।