চাকরি করতে করতেই পড়াশোনা করতে চান? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’ দিচ্ছে ভর্তি হওয়ার সুযোগ। ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) পাঠক্রমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পাঠক্রমে চাকরিজীবীরাও পড়াশোনার সুযোগ পেতে পারেন।
কোন বিষয় পড়ানো হবে? যোগ্যতার মাপকাঠি কী?
- দু’বছরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
- দু’বছরের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন কোর্সে পদার্থবিদ্যা/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ রেডিয়ো ফিজিক্স/ অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন/ ইলেকট্রিক্যাল/ ইনস্ট্রুমেনটেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ পদার্থবিদ্যায় স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
- একইসঙ্গে, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, কর্মরত ব্যক্তিরা এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাঁদের কাজের অভিজ্ঞতার নিরিখে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আরও পড়ুন:
ভর্তির শর্তাবলি:
তিনটি বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে—
- ক্যাটেগরি এ: গেট উত্তীর্ণ পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
- ক্যাটেগরি বি: ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিজীবীদের মেধা এবং কাজের অভিজ্ঞতা যাচাই করা হবে।
- ক্যাটেগরি সি: ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)/ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি লাভ করেছেন, কিংবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রেও ইন্টারভিউয়ের ব্যবস্থা থাকছে।
- অগস্টের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ নেওয়া হবে।
- অ্যাডমিশন ফি হিসাবে ৩,০০০ টাকা ধার্য করা হয়েছে।
- আবেদনমূল্য ৩০০ টাকা এবং কোর্স ফি ১৫,৫০০ টাকা।
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (uit.buruniv.ac.in)-এ আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৫ জুলাই।