বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার একটি প্রকল্পে গবেষণার কাজে প্রয়োজন। ওই সংস্থার বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ একটি।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। ওই কাজের মেয়াদ ছ’মাসের। পরে তা এক বছর অন্তর অন্তর বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
তবে, বায়োকেমিস্ট্রি বা লাইফ সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও সংশ্লিষ্ট কাজের সুযোগ পেতে পারেন। উভয় ক্ষেত্রেই মলিকিউলার বায়োলজি, প্রোটিন বায়োকেমিস্ট্রি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, সিন্থেটিক বায়োলজি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ জুলাই। আইআইএসইআর কলকাতায় আবেদন জমা দেওয়ার বিশদ বিবরণী দেওয়া হয়েছে। তাই সংস্থার ওয়েবসাইটে (iiserkol.ac.in) গিয়ে মূল বিষয়টি দেখে নেওয়া যেতে পারে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে।