Advertisement
E-Paper

কলেজ প্রাঙ্গনেই দেশ-বিদেশের ছবি দেখলেন পড়ুয়ারা, ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্যোগী বিবেকানন্দ কলেজ

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর কলেজের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ১৩২তম বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসাবে ‘স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪
উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ।

উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। নিজস্ব চিত্র।

পুঁথিগত পড়াশোনার পাশাপাশি সমাজ, সংস্কৃতি, রাজনীতি বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগী ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ। কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বছরভর চলছে নানা কর্মসূচি। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল কলেজেই।

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর কলেজের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ১৩২তম বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসাবে ‘স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইউথ ফাউন্ডেশন। এই উৎসবে যোগ দিয়ে পরিচালক গৌতম ঘোষ বলেন, “সিনেমার জন্ম হয় অদ্ভুত অনিশ্চয়তায়। কারণ এই শিল্প নিতান্তই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। প্রতি মুহূর্তে বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। তাই পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্যকলাপের সঙ্গে পড়ুয়াদের যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক বিবেকানন্দ কলেজের টিচার ইন-চার্জ নবকিশোর চন্দ বলেন, “১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই কলেজ। ৭৫তম বর্ষপূর্তি উৎসবের সূচনা হল এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে। এর পর সারা বছর নানা অনুষ্ঠান চলবে।”

ভারত-সহ কানাডা, ফ্রান্স, সাউথ আফ্রিকা, সুইডেন, ও বাংলাদেশ থেকে সংগৃহীত ২৬ টি জাতীয় এবং আন্তর্জাতিক তথ্যচিত্র, ফিচার ফিল্ম এবং শর্ট ফিল্ম দেখানো হয়। যোগ দিয়েছিলেন কলকাতার অন্য কলেজের পড়ুয়ারাও। উল্লেখ্য, চলতি বছর নাক মূল্যায়নে ‘এ প্লাস’ মান অর্জন করেছে এই কলেজ।

Vivekananda College Thakurpukur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy