আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সব দিক বিবেচনা করে ‘২৬-এর পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হল। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। পরের বছর শুরু হবে ২ ফেব্রুয়ারি।
মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট অর্থাৎ ১০টা ৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। ১১টা থেকে শুরু মূল পরীক্ষা, যা চলবে তিন ঘন্টা।
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১১টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে।
মিউজ়িক ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে দু’ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই বিষয়ে থিয়োরি এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করা হবে কলকাতায়। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর থিয়োরি পরীক্ষা হবে দু’ঘন্টা ৪৫ মিনিট ধরে। এই বিষয়ে স্কুলগুলিই প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করবে। ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘন্টা ৪৫ মিনিট।