Advertisement
E-Paper

শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব, ইনভিজিলেটরকে হেনস্থা করলে বাতিল হবে অভিযুক্তের পরীক্ষা

৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় ১ ঘণ্টা ১৫ মিনিট সময় দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
The Higher Secondary Education Council has taken special steps to prevent unpleasant incidents during exams.

পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরীক্ষা চলা কালে কোনও ভাবে ইনভিজিলেটর বা পরীক্ষক ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কোনও কর্মীকে হেনস্থা করা হলে গোটা পরীক্ষাই বাতিল হয়ে যাবে অভিযুক্ত পরীক্ষার্থীর। ২০২৫-উচ্চ মাধ্যমিকের জন্য এমনই কড়া পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।

সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার উচ্চ মাধ্যমিক আয়োজিত হতে চলেছে এ বছর। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টার। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।

পরীক্ষা বাতিল প্রসঙ্গ:

  • পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলেও পরীক্ষার্থীদের ‘আরএ’ (রিপোর্টেড এগেনস্ট) করতে হবে। কী ঘটেছে, তা শিক্ষা সংসদকে ডিজ়িটাল সিস্টেমের মাধ্যমে জানানোর সুযোগ পাবেন পরীক্ষক বা ইনভিজিলেটর।
  • উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে প্রধানশিক্ষক-সহ পাঁচ শিক্ষক-শিক্ষিকা জখম হন পরীক্ষার্থীদের মারে। জানা যায় তল্লাশিতে বাধা দিলে শিক্ষকদের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ায় তারা, পরে তা মারামারি পর্যায়ে গিয়ে পৌঁছয়। সে বার অভিযুক্ত পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষা শেষ করার। তবে এ বার থেকে আর সে সুযোগ পাওয়া যাবে না।
Strict measures to prevent question leaks.

প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা। নিজস্ব চিত্র।

ডিজিটাল নজরদারি:

প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজ়ারের ঘরে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। তার ব্যবস্থা সেন্টার-ইন-চার্জ কিংবা সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজ়ারকে করতে হবে। এ বার মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। সর্বাধিক স্পর্শকাতর কেন্দ্র রয়েছে মালদহে। এই কেন্দ্রগুলিতে ভিডিয়োগ্রাফি করার ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে পরিদর্শনের জন্য বিশেষ দল হাজির হতে পারেন।

পরীক্ষার্থীর পরিসংখ্যান:

চলতি বছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম বার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসই বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম উচ্চ মাধ্যমিকেও বহাল থাকছে। প্রশ্নপত্রও এমন ভাবেই করা হবে, যাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না পড়ে।

পরীক্ষার সময়সীমা:

  • ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর, মোট ১২ দিন ধরে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১০ টা থেকে বেলা ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা সম্পূর্ণ হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজ়িক ও ভিস্যুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। পরীক্ষার হলে ১০ টা ৩০ মিনিটের মধ্যে ঢুকতে হবে।
  • পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী কোনও কারণেই বাইরে বেরোতে পারবে না। প্রশ্ন ফাঁস রুখতে এই ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রশ্নপত্রের সুরক্ষা ব্যবস্থা:

  • এ বারের পরীক্ষায় ওএমআর শিটে মাল্টিপল চয়েজ় কোয়েশ্চনে (এমসিকিউ) পদ্ধতিতে উত্তর লিখতে হবে। পরীক্ষার সময় ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী সঙ্গে রাখা যাবে না। ওএমআর শিট এবং প্রশ্নপত্র কাস্টোডিয়ানের কাছে রাখা থাকবে। পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট খুলে দেওয়া হবে।
  • বর্ষার কথা মাথায় রেখে নন-ট্রান্সপ্যারেন্ট প্রিন্টেড পলিপাউচ দিয়ে তা সিল করা থাকবে। তবে, প্রশ্নপত্র এবং উত্তরপত্র পলি ল্যামিনেট করা বাক্সে রাখা থাকবে, যা সকাল ৯ টা ৪০ মিনিটে ভেন্যু সুপারভাইজ়ারের ঘরে গিয়ে খোলা হবে।
  • প্রশ্নপত্রের ক্ষেত্রেও দু’টি সেট-এর ব্যবস্থা করেছে শিক্ষা সংসদ। প্রথম সেট-এর প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে। তবে, প্রশ্ন বাতিলের মতো ঘটনা ঘটলে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় দ্বিতীয় সেট তৈরি করা হয়েছে।
The exam will be conducted on OMR sheets.

ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। প্রতীকী চিত্র।

অন্য নিয়মাবলি:

  • যে দিন যে বিষয়ের পরীক্ষা, সে দিন সেই বিষয়ের শিক্ষককে ইনভিজিলেশনের দায়িত্বে দেওয়া যাবে না। তবে, পরীক্ষা সংক্রান্ত অন্য কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নেই।
  • শিক্ষা সংসদ আরও জানিয়েছে, সিসিটিভিতে রেকর্ড করা ফুটেজ অক্টোবর পর্যন্ত ভেন্যু সুপারভাইজ়ারকে সংরক্ষণ করে রাখতে হবে। প্রয়োজনমতো ওই রেকর্ডিং চেয়ে পাঠানো হতে পারে।

ফলাফল প্রকাশ:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্ধারিত সময়ে পড়ুয়াদের মূল্যায়ন হওয়া বিষয়ভিত্তিক ওএমআর শিট এবং উত্তর সংকেত (আনসার কি) প্রকাশ করা হবে ওয়েবসাইট-এ। প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া ওএমআর শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড থাকবে। শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে। ফল প্রকাশের আগেই ফল বুঝতে পারবে তারা। সেই ফলাফল ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে।

পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরাসরি ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের মার্কশিটে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার— উভয় সেমিস্টারের নম্বর উল্লেখ থাকবে। এ ক্ষেত্রে কোনও সেমেস্টারে সাপ্লিমেন্টারি এলে তা মার্কশিটে লেখা হবে।

HS Exam 2025 West Bengal Council of Higher Education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy