Advertisement
২৪ এপ্রিল ২০২৪
West Bengal Health and Family Welfare Department

কর্মী নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, কোন পদে নিয়োগ?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ‘রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম’-এর অধীন এই পদে প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। সংগৃহীত ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ২২:০০
Share: Save:

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে রাজ্য পরামর্শদাতার (আর্শ) পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে প্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহীরা রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট-https://www.wbhealth.gov.in/-এ গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ‘রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম’-এর অধীন এই পদে প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারীদের এই পদের জন্য বাংলা ভাষায় কথা বলা, লেখা ও পড়ায় পারদর্শী হতে হবে।

এ বার জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি।

পদ: রাজ্য পরামর্শদাতা (আর্শ)

শূন্য পদ: ১টি (অসংরক্ষিত)

চাকরি ক্ষেত্র: মনোনীত প্রার্থীকে রাজ্যের পরিবার কল্যাণ ব্যুরোর সদর দফতরে নিয়োগ করা হবে।

বয়ঃসীমা: প্রার্থীদের বয়স ৬২ বছরের বেশি হওয়া চলবে না।

প্রয়োজনীয় যোগ্যতা: চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গের মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ করতে হবে। এ ছাড়া, রোটেটরি ইন্টার্নশিপ-এর মেয়াদও প্রার্থীদের সম্পূর্ণ করতে হবে। একইসঙ্গে তাঁদের এমএস অফিস, ডেটা কম্পাইল ও বিশ্লেষণের কাজও জানতে হবে।

কমিউনিটি মেডিসিন/ জনস্বাস্থ্য/ শিশুরোগ চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর বা ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবেন।

কাঙ্ক্ষিত অভিজ্ঞতা: চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য দফতরে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন কাঠামো: এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

ইন্টারভিউয়ের দিনক্ষণ: ২২ ডিসেম্বর, দুপুর ১২.৩০টায় ইন্টারভিউ হবে। প্রার্থীদের সকাল ১১.৩০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান: ওয়াক-ইন-ইন্টারভিউটি সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সাথী বিল্ডিংয়ের পরিণীতা হলে আয়োজিত হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি-সহ উপস্থিত হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE