Advertisement
০২ মে ২০২৪
WBJEE Result 2023

শুক্রবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ, কী ভাবে দেখবেন?

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ডের (ডব্লুবিজেইই)-এর তরফে বেলা আড়াইটেয় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হবে ফলাফল।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৪:০২
Share: Save:

ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নের দিকে আরও একধাপ এগোনোর সময় এসে গিয়েছে। কারণ, প্রকাশিত হতে চলেছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ২৬ মে শুক্রবার প্রকাশিত করা হবে ফলাফল। এই বিষয় আগেই শিক্ষামন্ত্রী টুইট করে দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ডের (ডব্লুবিজেইই)-এর তরফে বেলা আড়াইটেয় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হবে ফলাফল। পড়ুয়ারা নিজের র‍্যাঙ্ক কার্ড ৪টে থেকে দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে।

কী ভাবে দেখতে পারবেন ফলাফল:

পড়ুয়াদের প্রথমে wbjeeb.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।এ

র পরই ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা।

পরবর্তী প্রয়োজনের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখতে পারেন।

চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Joint Entrance Examination WBJEE 2023 Results
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE