ক্লাসরুমে পড়াশোনার দুনিয়ায় বাইরে ক্রমশ বাড়ছে অস্থিরতা। বইয়ের পাতায় মন স্থির করতে পারছে না স্কুলপড়ুয়ারা। পড়ুয়াদের আর্থ-সামাজিক সমস্যা কিংবা নীতিবোধের অভাবের কারণ অপ্রীতিকর ঘটনা ঘটে স্কুলগুলিতে। এর সরাসরি প্রভাব পড়ছে পঠনপাঠনে। ছাত্র-শিক্ষক সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকছে। সমস্যার সমাধানে শিক্ষক-শিক্ষিকাদের ‘গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং’-এর খুঁটিনাটি শেখানো হবে। এক বছরের ওই ডিপ্লোমা কোর্সটি করাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)।
এনসিইআরটি-র তরফে জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা নিজেদের খেয়াল কী ভাবে রাখবেন, কী ভাবে কাজের চাপ সামলাবেন, সেই সমস্ত বিষয় ওই কোর্সে শেখানো হবে। মোট এক বছরের জন্য শিক্ষক-শিক্ষিকারা হাতেকলমে প্রশিক্ষণ, ইন্টার্নশিপের পাশাপাশি, অনলাইনেও ক্লাস করার সুযোগ পাবেন।
ডিসট্যান্স লার্নিং ফেজ়: এই পর্বে ছমাসের জন্য অনলাইনে ক্লাস করানো হবে।
ফেস-টু-ফেস কন্ট্যাক্ট প্রোগ্রাম: পরবর্তী তিন মাস থিয়োরি ক্লাসে কী শিখলেন, তার
প্র্যাকটিক্যাল ট্রেনিং চলবে। প্রশিক্ষণ শেষে যোগদানকারীদের রিপোর্ট জমা দিতে হবে।
ইন্টার্নশিপ: প্রশিক্ষণ শেষ হওয়ার পর স্কুলগুলিতে ইন্টার্নশিপ করতে যেতে হবে।
আরও পড়ুন:
এনসিইআরটি-র তরফে ৫০ জনকে ভর্তি নেওয়া হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় ক্লাস করার সুযোগ থাকছে। শিক্ষকতা করছেন কিংবা শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও মনোবিদ্যা, সমাজ সেবা, এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট, স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদনও গ্রহণ করা হবে।
ডিপ্লোমা-র ফি হিসাবে রাজ্য কিংবা কেন্দ্র দ্বারা নিযুক্ত শিক্ষকদের ৬,০০০ টাকা, কেন্দ্রের অর্থপুষ্ট সংস্থায় কর্মরত শিক্ষকদের ১৯,৫০০ টাকা, এবং বেসরকারি সংস্থার শিক্ষকদের ৩০,০০০ টাকা জমা দিতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এ জন্য এনসিইআরটি-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা দেখে নিতে হবে। ওই নির্দেশিকা মোতাবেক ৫ নভেম্বর আবেদন জমা দেওয়ার শেষ দিন। শিক্ষক-শিক্ষিকাদের মেধা এবং কর্মজীবনের অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে।