Advertisement
০৭ মে ২০২৪

ব্রিসবেন টেস্ট সরতে পারে অ্যাডিলেডে

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট আয়োজনের দায়িত্ব পেতে পারে অ্যাডিলেড। ফিল হিউজের অকালমৃত্যুতে ব্রিসবেন টেস্টটি পিছিয়েছিল আগেই। তবে কবে তা শুরু হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৪ ২১:০৮
Share: Save:

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট আয়োজনের দায়িত্ব পেতে পারে অ্যাডিলেড। ফিল হিউজের অকালমৃত্যুতে ব্রিসবেন টেস্টটি পিছিয়েছিল আগেই। তবে কবে তা শুরু হবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল।

৪ ডিসেম্বর থেকে ব্রিসবেন টেস্ট শুরু হওয়ার কথা ছিল। এর এক দিন আগে হিউজের অন্ত্যেষ্টি হবে নিউ সাউথ ওয়েলসের ম্যাক্সভিলে। যেখানে উপস্থিত থাকার কথা গোটা অস্ট্রেলিয়া দলের। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, পরের দিন মাঠে নামার মতো মানসিকতায় থাকবে না দল। ফলে অজিদের দাবি মেনে ব্রিসবেন টেস্ট স্থগিত রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ওই টেস্ট কবে শুরু হবে তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। রবিবার অজি মিডিয়ায় জোর জল্পনা, ব্রিসবেন টেস্ট পেতে পারে হিউজের পছন্দের শহর অ্যাডিলেড। ফলে পূর্বনির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী অ্যাডিলেডে শুরু হওয়া দ্বিতীয় টেস্টটিকেই সিরিজের প্রথম টেস্ট হিসেবে ধরা হবে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ১২-১৬ ডিসেম্বর। আর এক সূত্রের খবর, অ্যাডিলেড টেস্ট এবং বক্সিং ডে টেস্টের (২৬-৩০ ডিসেম্বর) মধ্যবর্তী সময়ে ব্রিসবেন টেস্ট আয়োজন করা হতে পারে। এমনকী ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া সিডনি টেস্টের পরেও তা হতে পারে বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brisbane india-australia test cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE