Advertisement
E-Paper

কর্নাটকে লাইনচ্যুত বেঙ্গালুরু-এর্নাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেস, মৃত ১০

কর্নাটকে আনেকালের কাছে লাইনচ্যুত হল বেঙ্গালুরু-এর্নাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেসের ৯টি বগি। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের। আহত অন্তত ৬০। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। বেঙ্গালুরু থেকে ৪৫ কিমি দূরে তামিলনাড়ু সীমান্তের কাছে বেঙ্গালুরু সিটি-সালেম শাখার আনেকাল রোড এবং হোসুর স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয় ট্রেনটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪১
দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। ছবি: এএফপি।

দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। ছবি: এএফপি।

কর্নাটকে আনেকালের কাছে লাইনচ্যুত হল বেঙ্গালুরু-এর্নাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেসের ৯টি বগি। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে অন্তত দশ জনের। আহত অন্তত ৬০। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। বেঙ্গালুরু থেকে ৪৫ কিমি দূরে তামিলনাড়ু সীমান্তের কাছে বেঙ্গালুরু সিটি-সালেম শাখার আনেকাল রোড এবং হোসুর স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয় ট্রেনটি।

রেল সূ্ত্রে খবর, লাইনে ফেলে রাখা বোল্ডারে ধাক্কা মারে দ্রুতগামী ট্রেনটি। মুহূর্তের মধ্যে একে উপরের ঘাড়ে উঠে যায় বগিগুলি।

টুইটারে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউটি খাদের জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি থেকে অন্তত ৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে হোসুর এবং বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তামিলনাড়ু এবং কর্নাটক থেকে দুর্ঘটনাস্থলে গিয়েছে মেডিক্যাল টিম। দুর্ঘটনাস্থলে আছেন প্রশাসন এবং রেলের পদস্থ আধিকারিকরা।

প্রশাসনের তরফে বেঙ্গালুরু সিটি স্টেশনে এবং দুর্ঘটনাস্থলে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ফোন নম্বরগুলি হল—০৮০-২২১৫৬৫৫৪, ০৮০-২২৩৭১১৬৬, ০৮০-২২১৫৬৫৫৩, ৯৭৩১৬৬৬৭৫১, এবং ৯৪৪৮০৯০৫৯৯

লাইনে বোল্ডার ফেলে রাখার ফলেই যে দুর্ঘটনা হয়েছে সে কথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু । তিনি বলেন, “রেলের পদস্থ আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকার্য চালাতে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”

রেলবোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলমন্ত্রী নিজেও। দুর্ঘটনাস্থলে গিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়াও। মৃতদের পরিবারকে দু’লাখ টাকা করে এবং আহতদের ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

রেল সূত্রে খবর, মৃত দশ যাত্রীর মধ্যে দু’জন কেরলের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের পরিবারের লোকজনকে নিয়ে যেতে কোচি থেকে বিশেষ বাসের আয়োজন করেছে রেল। বিদ্যুতমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। কমিশনার অফ রেলওয়ে সেফটি এই তদন্ত চালাবেন বলে জানিয়েছেন তিনি।

train derails karnataka bengaluru-ernakulam intercity express
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy