ম্যাগি-বিতর্কে অমিতাভ-মাধুরী-প্রীতির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। প্রয়োজনে তাঁদের গ্রেফতারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন জন-সহ নেসলের দুই আধিকারিকের বিরুদ্ধেও এফআইআর-এর নির্দেশ দিল বিহারের এক জেলা আদালত। মঙ্গলবার মুজফ্ফরপুরের কাজি মহম্মদপুর থানাকে এই মর্মে নির্দেশ দেন জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রামচন্দ্র প্রসাদ। অমিতাভ-মাধুরী-প্রীতি এবং ওই দুই আধিকারিকের বিরুদ্ধে প্রতারণা-সহ মোট ছ’টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, দায়ের করা এফআইআর –এর ভিত্তিতে ওই পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত করা হবে। সোমবার আইনজীবী সুধীরকুমার ওঝার দায়ের করা মামলার শুনানির পর এই রায়দান করে আদালত। আবেদনে ওই তিন তারকা ছাড়াও নেসলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মোহন গুপ্ত-সহ যুগ্ম অধিকর্তা শবাব আলমের নাম রয়েছে। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিন্টাকে বিভিন্ন সময়ে ম্যাগির বিজ্ঞাপনে দেখা গিয়েছে।
মামলায় শুনানির সময় অভিযোগকারীর দাবি করেন, ম্যাগি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৩০ মে মুজফ্ফরপুরের লেনিন চকের এক দোকান থেকে ওই ম্যাগির প্যাকেটটি কিনেছিলেন তিনি। এর পর তিনি ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। অমিতাভ-মাধুরী-প্রীতি ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে।