Advertisement
২০ এপ্রিল ২০২৪

অমিতাভ-মাধুরী-প্রীতির বিরুদ্ধে এফআইআর

ম্যাগি-বিতর্কে অমিতাভ-মাধুরী-প্রীতির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। প্রয়োজনে তাঁদের গ্রেফতারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন জন-সহ নেসলের দুই আধিকারিকের বিরুদ্ধেও এফআইআর-এর নির্দেশ দিল বিহারের এক জেলা আদালত। মঙ্গলবার মুজফ্‌ফরপুরের কাজি মহম্মদপুর থানাকে এই মর্মে নির্দেশ দেন জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রামচন্দ্র প্রসাদ। অমিতাভ-মাধুরী-প্রীতি এবং ওই দুই আধিকারিকের বিরুদ্ধে প্রতারণা-সহ মোট ছ’টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ১৫:১৮
Share: Save:

ম্যাগি-বিতর্কে অমিতাভ-মাধুরী-প্রীতির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল আদালত। প্রয়োজনে তাঁদের গ্রেফতারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন জন-সহ নেসলের দুই আধিকারিকের বিরুদ্ধেও এফআইআর-এর নির্দেশ দিল বিহারের এক জেলা আদালত। মঙ্গলবার মুজফ্‌ফরপুরের কাজি মহম্মদপুর থানাকে এই মর্মে নির্দেশ দেন জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রামচন্দ্র প্রসাদ। অমিতাভ-মাধুরী-প্রীতি এবং ওই দুই আধিকারিকের বিরুদ্ধে প্রতারণা-সহ মোট ছ’টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, দায়ের করা এফআইআর –এর ভিত্তিতে ওই পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত করা হবে। সোমবার আইনজীবী সুধীরকুমার ওঝার দায়ের করা মামলার শুনানির পর এই রায়দান করে আদালত। আবেদনে ওই তিন তারকা ছাড়াও নেসলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মোহন গুপ্ত-সহ যুগ্ম অধিকর্তা শবাব আলমের নাম রয়েছে। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিন্টাকে বিভিন্ন সময়ে ম্যাগির বিজ্ঞাপনে দেখা গিয়েছে।

মামলায় শুনানির সময় অভিযোগকারীর দাবি করেন, ম্যাগি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৩০ মে মুজফ্‌ফরপুরের লেনিন চকের এক দোকান থেকে ওই ম্যাগির প্যাকেটটি কিনেছিলেন তিনি। এর পর তিনি ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। অমিতাভ-মাধুরী-প্রীতি ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে।

লেনিন চকের ওই দোকানটি কাজি মহম্মদপুর থানা এলাকারা। ফলে ওই থানাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে আদালত। মামলার শুনানি পর আইনজীবী সুধীরকুমার অভিযোগ করেন, “জেনেবুঝেই দেশ জুড়ে ম্যাগির প্রচার করছে নেসলে।”

অমিতাভ-মাধুরী-প্রীতিকে এই মামলায় কেন জড়ানো হল তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, ম্যাগির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে তার প্রচার-প্রসারে সাহায্য করেছেন ওই তারকারা। মামলায় অভিযোগ প্রমাণিত হলে কী শাস্তি হতে পারে? মঙ্গলবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ধারাগুলির মধ্যে ৪২০ ধারাও রয়েছে। ওই ধারায় অভিযোগ প্রমাণিত এবং অপরাধী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাবাস ও জরিমানা হতে পারে অথবা দুই-ই হতে পারে।” আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, “এই মামলায় ২৭২ ও ২৭৬ ধারাতেও অভিযোগ আনা হয়েছে। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা। তবে সাধারণ মানুষ এ বিষয়ে বিশেষ অবগত নন।” তাঁর প্রশ্ন, “সেলিব্রিটিদের উপর কেন এই ধারা প্রয়োগ করা হল?” জয়ন্তবাবুর মতে, “সংস্থার উপর বিশ্বাসেই (আইনি পরিভাষায় যাকে ‘অন গুড ফেথ’ বলে) বিজ্ঞাপনে সেলিব্রিটিরা তাঁদের ইমেজ ব্যবহার করেন।”

এই সংক্রান্ত আরও খবর জানতে নীচে ক্লিক করুন।

বিজ্ঞাপনে কি ভুল বার্তা, চাপে বচ্চন-মাধুরী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE