Advertisement
০৪ মে ২০২৪

সারদা-কাণ্ডে দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের

সারদা মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আলিপুরের এসিজেএম আদালতে পেশ করা চার্জশিটে সাত জনের নাম রয়েছে। সিবিআই সূত্রের খবর, এঁরা হলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, ব্যবসায়ী সন্ধির অগ্রবাল ও সজ্জন অগ্রবাল, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু, রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল তথা তৃণমূল নেতা রজত মজুমদার এবং অসমের গায়ক সদানন্দ গগৈ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ১৯:১৯
Share: Save:

সারদা মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আলিপুরের এসিজেএম আদালতে পেশ করা চার্জশিটে সাত জনের নাম রয়েছে। সিবিআই সূত্রের খবর, এঁরা হলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, ব্যবসায়ী সন্ধির অগ্রবাল ও সজ্জন অগ্রবাল, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু, রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল তথা তৃণমূল নেতা রজত মজুমদার এবং অসমের গায়ক সদানন্দ গগৈ।

চার্জশিটে যাঁরা...

সুদীপ্ত সেন

দেবযানী মুখোপাধ্যায়

দেবব্রত সরকার

সজ্জন অগ্রবাল

সন্ধির অগ্রবাল

সদানন্দ গগৈই

রজত মজুমদার

এই সাত জনের মধ্যে একমাত্র সজ্জন অগ্রবালকেই জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করেনি সিবিআই। তবে জেরার মুখে তাঁর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে দাবি সিবিআইয়ের। এ ছাড়া, প্রথম চার্জশিটে নাম থাকা তৃণমূল সাংসদ কুণাল ঘোষের নাম এ দিনের চার্জশিটে নেই। ওই সাত জনের বিরুদ্ধে প্রাইজ, চিট অ্যান্ড মানি সার্কুলেশন স্কিমস (ব্যানড) আইন (১৯৭৮) এবং ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় অভিযোগ এনেছে সিবিআই। এ দিনের চার্জশিটে সারদা রিয়েলিটি ছাড়াও সারদা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস, সারদা গার্ডেন রিসর্ট অ্যান্ড হোটেলস এবং সারদা হাউজিং-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সারদা-কাণ্ডে রাজ্য সরকারের তরফে শ্যামল সেন কমিশন গড়ে তদন্ত শুরু হয়েছিল। এরই পাশাপাশি তদন্ত করছিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। কিন্তু সেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। সম্প্রতি শ্যামল সেন কমিশনের মেয়াদ শেষ হলেও সারদায় আমানতকারীদের লগ্নি ফেরানো নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে প্রশাসন। সুপ্রিম কোর্টের নির্দেশে সিট-এর হাত থেকে তদন্তভার নেওয়ার ৮৫ দিনের মাথায় এই মামলায় গত ২২ অক্টোবর প্রথম চার্জশিট দেয় সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE