মারা গেলেন চলচ্চিত্র পরিচালক রবি চোপড়া। ফুসফুসে সংক্রমণ নিয়ে শেষ কয়েক বছর ধরে ভুগছিলেন তিনি। চিকিত্সার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার সকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানা গিয়েছে। প্রযোজক হিসাবে পরিচিত হলেও ‘বাগবান’-সহ একাধিক উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেছেন তিনি।
বলিউডের প্রখ্যাত ব্যক্তিত্ব বি আর চোপড়ার ছেলে রবির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র মহলে। পরিচালক মধুর ভান্ডারকর শোকপ্রকাশ করে টুইট করেন, “খবরটি শুনে স্তম্ভিত হয়েছি। রবি চোপড়াজি কেবলমাত্র ভাল পরিচালক বা প্রযোজক নন, এক জন ভাল মানুষও।”