মাল তোলাকে কেন্দ্র করে দু’টি পরিবহণ সংস্থার কর্মীদের মধ্যে গণ্ডগোলের জেরে গুলিবিদ্ধ হলেন দু’জন। ঘটনাচক্রে তাঁদের এক জন হাওড়া পুরসভার এক কাউন্সিলরের ভাই এবং অন্য জন ভাগ্নে। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনটি ঘটে হাওড়ার শালিমার রেলইয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে দু’টি পরিবহণ সংস্থার মালিক প্রদীপ তিওয়ারি ও বিনয় সিংহের কর্মীদের মধ্যে মাল তোলাকে কেন্দ্র করে বচসা বাধে। পরিস্থতি এমন অবস্থায় পৌঁছয় যে, দু’পক্ষের মধ্যে গুলি চলে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন বিনয় সিংহের ভাগ্নে রাজেশ সিংহ এবং ভাই বিনোদ সিংহ। দু’জনেরই তলপেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
বিনয় সিংহ হাওড়ার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর অভিযোগ, বচসার সময় প্রদীপ তিওয়ারি লোকজন নিয়ে এসে খুব কাছ থেকে গুলি চালায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। এই ঘটনার প্রতিবাদে হাওড়া জেলার শালিমার লরি অ্যান্ড টেম্পো অ্যাসোসিয়েশন অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।