Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফল বেরোল আইএসসি এবং আইসিএসই-র, সেরা কলকাতার ছাত্র

আইএসসি এবং আইসিএসই পরীক্ষায় এ বছর বাজিমাত করল রাজ্য। দু’টি পরীক্ষাতে পাশের হার যথাক্রমে ৯৬.২৮ এবং ৯৮.৪৯ শতাংশ। আইএসসি-তে কলকাতার বিবেকানন্দ মিশনের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ। গত পাঁচ বছরে এটাই সর্বোচ্চ নম্বর। মেধা তালিকাতে দেখা গিয়েছে, তিনি প্রথম হয়েছেন। এত দিন পর্যন্ত আইএসসি-তে গাজিয়াবাদের হোলি চাইল্ড স্কুলের ছাত্র রুপল গোয়েল ছিলেন সেরা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৯ শতাংশ। এ দিন সেই রেকর্ড ভাঙলেন অর্ক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ১৪:০২
Share: Save:

আইএসসি এবং আইসিএসই পরীক্ষায় এ বছর বাজিমাত করল রাজ্য। দু’টি পরীক্ষাতে পাশের হার যথাক্রমে ৯৬.২৮ এবং ৯৮.৪৯ শতাংশ। আইএসসি-তে কলকাতার বিবেকানন্দ মিশনের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ। গত পাঁচ বছরে এটাই সর্বোচ্চ নম্বর। মেধা তালিকাতে দেখা গিয়েছে, তিনি প্রথম হয়েছেন। এত দিন পর্যন্ত আইএসসি-তে গাজিয়াবাদের হোলি চাইল্ড স্কুলের ছাত্র রুপল গোয়েল ছিলেন সেরা। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৯ শতাংশ। এ দিন সেই রেকর্ড ভাঙলেন অর্ক।

ফল জানার পরই উচ্ছ্বসিত অর্ক বলেন, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি। দ্বিতীয় বার ওয়েবসাইটে নিজের ফল ভাল ভাবে যাচাই করেছি।” দিনে ৯-১০ ঘণ্টা করে পড়াশোনা করতেন। এমনকী, পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কোনও কোচিংও নেননি বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে, আইসিএসই-তে ৯৯.২০ শতাংশ করে নম্বর পেয়েছেন তিন জন। তাঁদের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সৌগত চৌধুরীও রয়েছেন। বাকি দু’জন হলেন হর্ষদ পটবর্ধন এবং তেসন তপন সাঁধু। হর্ষদ ও তেসন মুম্বইয়ের সেন্ট মেরি স্কুলের ছাত্র। গত পাঁচ বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এই পরীক্ষার ফলও।

এ বছর গোটা দেশে আইএসসি পরীক্ষা দিয়েছিলেন মোট ৭১ হাজার ১৪১ জন। আইসিএসই-র পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৭৩৮। পশ্চিমবঙ্গ থেকে আইএসসি-তে ২১২টি এবং আইএসসিই-তে ৩১৯টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিলেন। প্রথমটিতে ছাত্রীদের পাশের হার ৯৭.২৪ ও ছাত্রদের ৯৪.২৯ শতাংশ। অন্যটিতে ছাত্রীদের পাশের হার ৯৮.৫৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাশের হার ৯৭.৮৬ শতাংশ। গোটা দেশেও একই চিত্র দেখা গিয়েছে। আইএসসি-তে ছাত্রীদের পাশের হার ৯৭.৪৯ শতাংশ এবং ছাত্রদের ৯৫.২৭ শতাংশ। আইএসসিই-তে ছাত্রীদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ এবং ছাত্রদের ৯৮.১২ শতাংশ। এমনকী, অকৃতকার্যের হারও ছাত্রদের বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISC ICSE result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE