ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরলেও উপাচার্য অভিজিত্ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে উত্তেজনা অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সোমবার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা জানিয়েছেন, তাঁরা আন্দোলন জারি রেখেই ক্লাস করবেন। কলা শাখার পড়ুয়ারাও জানিয়েছেন একই কথা।
ছাত্রছাত্রীরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন তিনি বলেন, “এখনও যাদবপুরে স্বাভাবিক অবস্থা ফেরেনি। তবে দ্রুত ফিরবে বলে আমি আশাবাদী।” তিনি এ দিন ফের জানান, ছাত্রছাত্রীরা কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে চাইলে তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন।
তবে ক্লাসে ফিরলেও অভিজিত্বাবুর পদত্যাগের দাবিতে তাঁদের আন্দোলন যে থামবে না, এ দিনই তার ইঙ্গিত দিয়েছেন ছাত্রছাত্রীরা। কেন তিনি পদত্যাগ করছেন না, বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় একদল পড়ুয়ার এই প্রশ্নের সম্মুখীন হন অভিজিত্বাবু। উত্তেজিত ছাত্রছাত্রীদের এ হেন প্রশ্নের মুখে উপাচার্য সদুত্তর দিতে না পেরে ফিরে যান দোতলায় তাঁর ঘরে। অভিজিত্বাবুর পদত্যাগের দাবিতে এ দিন কলেজ স্ট্রিট থেকে রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত মিছিল করেন একদল পড়ুয়া। ‘ভিসি মাস্ট রিজাইন’ লেখা ব্যানার হাতে এ দিন দুপুরে অরবিন্দ ভবন (এখানেই উপাচার্যের অফিস)-এর বাইরে মানববন্ধন করেন একশোরও বেশি শিক্ষক।