Advertisement
২৪ মার্চ ২০২৩

কল্যাণীতে বহুতলের দেওয়ালের অংশ ভেঙে পড়ল পাশের বাড়িতে

একটি নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্কের অংশ ভেঙে পড়ল পাশের একটি বাড়িতে। রবিবার সকালে ঘটনাটি ঘটে কল্যাণী পুরসভার বি ব্লকে। পাঁচতলা ওই বাড়ির ছাদে জলের ট্যাঙ্কটি শনিবার তৈরি করা হয়। এ দিন সকালে তারই একটা অংশ ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও এ দিনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় বেআইনি ভাবে একের পর এক বহুতল তৈরি হচ্ছে।

এই সেই বহুতল। ছবি: বিতান ভট্টাচার্য।

এই সেই বহুতল। ছবি: বিতান ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ১৭:১২
Share: Save:

একটি নির্মীয়মাণ বহুতলের জলের ট্যাঙ্কের অংশ ভেঙে পড়ল পাশের একটি বাড়িতে। রবিবার সকালে ঘটনাটি ঘটে কল্যাণী পুরসভার বি ব্লকে। পাঁচতলা ওই বাড়ির ছাদে জলের ট্যাঙ্কটি শনিবার তৈরি করা হয়। এ দিন সকালে তারই একটা অংশ ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও এ দিনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় বেআইনি ভাবে একের পর এক বহুতল তৈরি হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার। বাসিন্দাদের আরও অভিযোগ, পুরসভার আবাসনের আইন না মেনেই যত্রতত্র বহুতল নির্মাণ করছেন এক দল প্রোমোটার। তাঁদের অনেকেরই লাইসেন্স নেই।
যে বাড়ির উপর দেওয়ালের অংশ ভেঙে পড়ে সেই বাড়ির মালিক জহর সাহার অভিযোগ, ছাদের যে অংশে বহুতলের দেওয়ালটি ভেঙে পড়েছে সেখানে তাঁর বাড়ির লোক জামাকাপড় ও বাসনপত্র ধোয়ার কাজ করেন। ঘটনাটি যখন ঘটে তখন ওই জায়গাটিতে কেউ ছিলেন না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বহুতলের প্রোমোটার অমিত দাস। তাঁর দাবি, মিস্ত্রীরা না দেখেই একটি রডের উপর দেওয়ালটি তোলায় এই বিপত্তি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী এলাকার সমস্ত বহুতল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.