Advertisement
২৬ মার্চ ২০২৩

৩১ জানুয়ারির মধ্যে ১০টি পুরসভার ভোট, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৪ ২০:৪৯
Share: Save:

রাজ্যের ১০টি পুরসভার নির্বাচন আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি দেবাশিস করগুপ্ত ওই নির্দেশ দেন। বিচারপতি জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্য নির্বাচন কমিশন পুর নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করবে। রাজ্যের ১৭টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত জুলাই মাসে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে এ দিন জানানো হয়, বাকি সাতটি পুরসভার এলাকা পুনর্গঠনের কাজ বাকি রয়েছে। সেই কারণে ওই সাতটি পুরসভা নির্বাচন পরে হবে।

রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিয়ানি এ দিন জানান, যে দশটি পুরসভার নির্বাচন হবে, সেগুলি হল হরিণঘাটা, গঙ্গারামপুর, সাঁইথিয়া, উলুবেড়িয়া, মাল, কালিয়াগঞ্জ, এগরা, ইসলামপুর, ডানকুনি, রাজপুর-সোনারপুর। যে সাতটি পুরসভার নির্বাচন পুনর্গঠনের জন্য স্থগিত থাকছে, সেগুলি হল মধ্যমগ্রাম, রাজারহাট-গোপালপুর, দমদম, দক্ষিণ দমদম, আসানসোল, কুলটি এবং মহেশতলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.