Advertisement
E-Paper

মুম্বই হামলার শুনানিতে নতুন বিচারপতি নিয়োগ পাক সরকারের

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৪ ২২:৩৬

মুম্বই হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলায় গতি আনতে অবশোষে উদ্যোগ নিল পাকিস্তান। মামলার শুনানির জন্য পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতে নতুন বিচারপতি নিয়োগ করল নওয়াজ শরিফ সরকার। ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতের বিচারপতি কওসর আব্বাস জাইদির এজলাসে স্থানান্তরিত করা হল এই মামলার শুনানি। আগামী ২৯ অক্টোবর থেকে এই মামলার শুনানি শুরু।

২০১৩ সালে বিচারপতি জাইদির এজলাসে এই মামলার বার কয়েক শুনানি হয়। কিন্তু পরে তাঁকে ওই মামলায় বিচারকের পদ থেকে বদলি করানো হয়। রাওয়ালপিণ্ডির আদিয়ালা সংশোধনাগারে ওই বিচারপতি জাইদির এজলাসেই ফের মামলার শুনানি। এর আগে নিরাপত্তার কারণে ওই মামলা শুনতে অস্বীকার করেন বিচারপতি রহমান। তাঁদের এবং সাক্ষীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বলে আদালতে আবেদনও করেন সরকারি আইনজীবীরা।

এর আগে বছরখানেক ধরে মুম্বই হামলার শুনানি চলছিল রাওয়ালপিণ্ডির সন্ত্রাস দমন আদালতের বিচারপতি আতিকার রহমানের এজলাসে। অজ্ঞাত কারণে বিচারপতি রহমানকে বদলি করা হয়। ফলে চলতি বছরের ১৫ ও ২২ অক্টোবর এই মামলার শুনানি স্থগিত থাকে। ২০০৯ সালে শুরু হওয়া এই মামলার এখনও পর্যন্ত সাত বার বিচারপতি বদলেছে।

২০০৮ সালে ২৬ নভেম্বর বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে জঙ্গি হামলা চালায় পাক জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ১৬৬ জন। হামলায় মদত দেওয়ার অভিযোগ ওঠে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কম্যান্ডার জাকিউর রহমান লকভি-সহ আরও সাত জনের বিরুদ্ধে। আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার করে ২০০৯ সালে এই সাত জনের বিরুদ্ধে মামলা শুরু করতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

mumbai terror attack mumbai pakistan judge pakistan government new judge 26 11 Mumbai attacks international news online international news national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy