Rock On 2 shoot to begin this August - Anandabazar
  • সংবাদ সংস্থা
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

‘রক অন ২’-এর শ্যুটিং শুরু অগস্টে

Farhan Akhtar

গিটার, প্রেম, বন্ধুতা, লড়াই ‘ইজ ইক্যুয়াল টু’ ‘রক অন’। ২০০৮-এ বড় পর্দায় বন্ধুত্বের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন ফারহান আখতার, অর্জুন রামপালদের ‘বয়েস গ্যাং’। যা দেখে সিনে গ্যালারি বলে উঠেছিল ‘রক অন’। সঙ্গে বাড়তি সংযোজন ছিল প্রাচী দেশাইয়ের সৌন্দর্য। সেই ম্যাজিক ফের আসছে সিলভার স্ক্রিনে। অগস্টের শেষে শুরু হচ্ছে ‘রক অন’-এর সিক্যুয়েল ‘রক অন ২’।

প্রযোজক রীতেশ সিধওয়ানি জানিয়েছেন, “শিলং ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে এই ছবির শ্যুটিং করা হবে। ২০১৬-র অগস্টে মুক্তি পাবে ছবিটি।” নতুন ছবিতে ফারহানদের টিমে যোগ দেবেন শ্রদ্ধা কপূর। ‘হায়দর’, ‘এক ভিলেন’-এ সাফল্য পাওয়ার পর ‘রক অন ২’ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। শক্তি-কন্যার নিষ্পাপ অভিনয় বন্ধুত্বের রসায়নে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করেন রীতেশ।  

ফারহান ও রীতেশের প্রযোজনায় ‘রক অন’-এর সিক্যুয়েলের পরিচালনা করবেন সুজাত সওদাগর। পরিচালক হিসাবে তাঁর হাতেখড়ি হবে ‘রক অন ২’-এর মাধ্যমেই।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন