Advertisement
E-Paper

সুপ্রিম কোর্টের প্রশ্নবাণে বিদ্ধ বিসিসিআই থেকে শ্রীনি

বৃহস্পতিবারই কি যবনিকা পড়তে চলেছে আইপিএল স্পট ফিক্সিং মামলার? সুপ্রিম কোর্টে সকাল থেকে এই মামলার গতিপথ কিন্তু সে দিকেই ইঙ্গিত করছে। এবং মামলার শুনানি যতই এগোচ্ছে ততই কঠিন হচ্ছে নারায়ণস্বামী শ্রীনিবাসনের বোর্ডে ফেরার স্বপ্ন। এ দিন ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের চুক্তির যাবতীয় নথি চেয়ে শ্রীনিকে সুপ্রিম কোর্ট যদি প্রাথমিক ধাক্কা দিয়ে থাকে, তাহলে বোর্ডকে রিপোর্টে নাম থাকা অভিযুক্তদের বাদ দিয়ে ভোট করার পরামর্শ দিয়ে আইসিসি প্রেসিডেন্টের উপর আরও চাপ বাড়াল শীর্ষ আদালত। আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসকে কেন বাদ দেওয়া হবে না কার্যত সে প্রশ্নও তুলে দিল সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ১৫:০৬

বৃহস্পতিবারই কি যবনিকা পড়তে চলেছে আইপিএল স্পট ফিক্সিং মামলার? সুপ্রিম কোর্টে সকাল থেকে এই মামলার গতিপথ কিন্তু সে দিকেই ইঙ্গিত করছে। এবং মামলার শুনানি যতই এগোচ্ছে ততই কঠিন হচ্ছে নারায়ণস্বামী শ্রীনিবাসনের বোর্ডে ফেরার স্বপ্ন। এ দিন ইন্ডিয়া সিমেন্টসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের চুক্তির যাবতীয় নথি চেয়ে শ্রীনিকে সুপ্রিম কোর্ট যদি প্রাথমিক ধাক্কা দিয়ে থাকে, তাহলে বোর্ডকে রিপোর্টে নাম থাকা অভিযুক্তদের বাদ দিয়ে ভোট করার পরামর্শ দিয়ে আইসিসি প্রেসিডেন্টের উপর আরও চাপ বাড়াল শীর্ষ আদালত। আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসকে কেন বাদ দেওয়া হবে না কার্যত সে প্রশ্নও তুলে দিল সুপ্রিম কোর্ট।

চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার চলছে আইপিএল মামলার শুনানি। এর আগে দু’দিন ধরেই আদালতের তিরস্কারের মুখে পড়েছে শ্রীনি তথা বোর্ড। বন্ধ খামে চার অক্রিকেটীয় ব্যাক্তির নাম প্রকাশ্যে এলেও ফিক্সিংয়ে জড়িত কোনও ক্রিকোরের নাম এখনও সামনে আসেনি। বৃহস্পতিবার শুনানি শুরু হতেই চেন্নাই সুপার কিংস-ইন্ডিয়া সিমেন্ট গাঁটছড়া নিয়ে সবিস্তার জানতে চান বিচারপতিরা। কোম্পানির বোর্ডে কারা আছেন, কে-ই বা সিএসকে-তে ৪০০ কোটি লগ্নির সিদ্ধান্ত নিলেন তা এ দিন জানতে চায় শীর্ষ আদালত। স্পট ফিক্সিং থেকে স্বার্থ সংঘাতের প্রশ্ন সামনে এলেও সিএসকে-কে কেন বাতিল করা হল না বোর্ডের কাছে তা-ও জানতে চান বিচারপতিরা। ইন্ডিয়া সিমেন্টসের মালিক আপাতত দায়িত্বহীন বিসিসিআই প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসন। ভাইস প্রেসিডেন্ট ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

ইন্ডিয়া সিমেন্ট-সিএসকে স্বার্থসংঘাত আদালতের রায় যদি ইনসুইঙ্গিং ইয়র্কার হয়, তাহলে বোর্ডকে ভোট করাতে বলার ‘পরামর্শ’ অবশ্যই গুড লেন্থ থেকে শ্রীনির দিকে ধেয়ে আসা বাউন্সার। মুদগল কমিটির রিপোর্টে উল্লেখ থাকা চার অক্রিকেটীয় ব্যাক্তিকে ছাড়া ভোট করতে বোর্ডকে এ দিন পরামর্শ দেন বিচারপতিরা। রিপোর্টে মইয়াপ্পন, রাজ কুন্দ্রা, সুন্দরামনের সঙ্গে নাম রয়েছে শ্রীনিবাসনেরও। শীর্ষ আদালতের পরামর্শ মানলে তাঁকে ছাড়াই ভোট করতে হয় বিসিসিআইকে।

স্পট ফিক্সিং নিয়ে এ দিন বোর্ডকে একহাত নিয়েছেন সাংসদ কীর্তি আজাদ। স্পট ফিক্সিং সংক্রান্ত যা তথ্য সামনে এসেছে তাকে হিমশৈলের চূড়ার সঙ্গে তুলনা করে সাংসদ জানতে চান, কেন সব জেনেও চুপ বোর্ড কর্তারা?

এত চাপের পরেও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে সবাই। ক্রমশ কঠিন হয়ে যাওয়া ম্যাচ শ্রীনি চার-ছক্কা হাঁকিয়ে বের করে আনতে পারে কি না সেটাই এখন দেখার।

BCCI ipl spot fixing mudgal committee n shrinibasan sports news online sports news Srinivasan IPL scam SC question supreme court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy