মিছিল ‘প্রতিবাদ’-এর। মিছিল ‘অন্যায়-অবিচার’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। কিন্তু, কীসের প্রতিবাদ? অন্যায়-অবিচারই বা কী ধরনের?
শুত্রবার দুপুরে নন্দন থেকে শুরু হওয়া লেখক-শিল্পী-অভিনেতাদের মিছিল শুরু হল। শেষও হল এক সময়। কিন্তু, ওই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল না! এ যেন সিলেবাসের বাইরের প্রশ্ন!
‘বাংলা আমার গর্ব’, ‘বাংলার অপমান আমার অপমান’-এর মতো নানা পোস্টার-ফেস্টুনে মিছিল ভরে থাকলেও সেই মিছিলে পা মেলালেন যাঁরা, তাঁরা অনেকেই জানেন না, ঠিক কী কারণে মহানগরীর পথে নামতে হয়েছে তাঁদের। মিছিলে দেখা গেল দেব-সোহম-রাজ চক্রবর্তী-নুসরত-রিমঝিমদের। ছিলেন ইন্দ্রনীল সেন, সৈকত মিত্র, রুদ্রনীল ঘোষরাও। এবং অবশ্যই ছিলেন এই মিছিলের তিন প্রধান উদ্যোক্তা অভিনেতা অরিন্দম শীল, কবি সুবোধ সরকার এবং টলিউডের প্রযোজক শ্রীকান্ত মোহতা-ও।