Advertisement
E-Paper

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা, বায়ার্নের জয়, হেরে গেল ম্যান সিটি

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫০
গোল করে উল্লাস বোয়েতাঙের। ছবি: এএফপি।

গোল করে উল্লাস বোয়েতাঙের। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। তবে স্পেন ও জার্মানির ক্লাবগুলি ভাল পারফরম্যান্স করলেও হতাশ করল প্রিমিয়ার লিগের দলগুলি। মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছিল আর্সেনাল। আর বুধবার হারল ম্যান সিটি। শালকের সঙ্গে কোনওমতে ড্র করে মান রক্ষা করল চেলসি।

গ্রুপ ই-এর বায়ার্ন-সিটির ম্যাচ ছিল বায়ার্নের জন্য সুযোগ নষ্টের প্রদর্শনী। অ্যালায়েঞ্জ অ্যারেনায় মুলার-লেয়নডস্কিদের সামনে প্রাচীরের মত দাঁড়িয়েছিলেন সিটির গোলরক্ষক জো হার্ট। দুই অর্ধ মিলিয়ে খান তিনেক নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের একেবারে শেষে বোয়েতাঙের গোলে মুখরক্ষা হয় জার্মান দলটির। ৮৯ মিনিটে বোয়েতাঙের ৩০ গজের শট আটকে দেন হার্ট। কর্নার পায় বায়ার্ন। সেই কর্নার থেকেই হাফ ভলিতে গোল করেন বায়ার্নের এই ডিফেন্ডার। হাঁটুর চোট সারিয়ে এ দিন শেষ আধ ঘণ্টা মাঠে ছিলেন আর্জেন রবেন। তবে মাঠে তাঁর চলাফেরা থেকেই পরিষ্কার, এখনও ম্যাচ ফিট হননি তিনি।

সিটি হারলেও প্রিমিয়ার লিগের অপর ক্লাব চেলসি ড্র করল জার্মানির শালকের সঙ্গে। ম্যাচে কিন্তু ফেভারিট হিসাবেই শুরু করেছিল চেলসি। প্রথম দিকে দাপটের সঙ্গে খেলছিল তাঁরা। ম্যাচের ১১ মিনিটের মাথায় ফাব্রেগাসের গোলে এগিয়ে যায় তারা। হ্যাজার্ডের পাস থেকে গোল করলেও এ ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল স্পেনের এই তারকার। বক্সের মধ্যে মেয়ারকে ফাউল করলেও তা চোখ এড়িয়ে যায় রেফারির। শালকের ফুটবলাররা প্রতিবাদ করলেও বিশেষ লাভ হয়নি। উল্টে হুন্টেলারকেই হলুদ কার্ড দেখান রেফারি। এর পরেও সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু গোল মুখ খুলতে ব্যর্থ হন হ্যাজার্ড-দ্রোগবারা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে আস্তে আস্তে ম্যাচে ফিরতে থাকে শালকে। ৬২ মিনিটে ড্রেক্সলার-হুন্টেলার যুগলবন্দিতে সমতা ফেরায় শালকে। ম্যাচটি ১-১ গোলে শেষ হওয়ায় এই গ্রুপে সবকটি দলই একই জায়গায় রয়ে গেল। গ্রুপের চারটি দলের সবকটি খেলাই ১-১ গোলে শেষ হয়েছে।

রিয়ালের পর জয় দিয়ে অভিযান শুরু করল বার্সাও। গ্রুপ এফ-এ সাইপ্রাসের এপিওইএল-কে ১-০ গোলে হারাল তারা। গোল করলেন জেরার্ড পিকে। গ্রুপের অন্য ম্যাচে সঁ জঁ আয়াখস ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ শীর্ষে আপাতত বার্সাই। এ দিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১৪২তম ম্যাচ খেললেন জাভি হার্নান্ডেজ। ছুঁলেন রাউলের রেকর্ড।

লিগের অন্য ম্যাচগুলিতে পোর্তো ৬-০ গোলে বাটেকে এবং রোমা ৫-১ গোলে সিএসকেএ মস্কোকে হারিয়েছে।

champions league barcelona bayern munich
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy