Advertisement
E-Paper

বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা লি চং উই সাসপেন্ড

ডোপিং-বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা মালয়েশিয়ার লি চং উই-কে সাময়িক ভাবে সাসপেন্ড করল ব্যাডমিন্ট ওয়ার্ল্ড ফেডারেশন (বিএফডব্লিউ)। সংস্থার তরফে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, গত অগস্টে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লি-এর এই বিষয়টি সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিএফডব্লিউ-র ডোপিং প্যানেলের কাছে পাঠানো হয়েছে বলেও এ দিন জানানো হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ১৭:০৫
লি চং উই। ছবি: এপি।

লি চং উই। ছবি: এপি।

ডোপিং-বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা মালয়েশিয়ার লি চং উই-কে সাময়িক ভাবে সাসপেন্ড করল ব্যাডমিন্ট ওয়ার্ল্ড ফেডারেশন (বিএফডব্লিউ)। সংস্থার তরফে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, গত অগস্টে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লি-এর এই বিষয়টি সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিএফডব্লিউ-র ডোপিং প্যানেলের কাছে পাঠানো হয়েছে বলেও এ দিন জানানো হয়।

নাম প্রকাশ না করেই গত শনিবার, মালয়েশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দেশের এক খেলোয়াড়ের ডোপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিশ্বের এক নম্বর এই তারকা বিষয়টি নস্যাত্ করে দেন। ফেসবুক ও টুইটারে তাঁর প্রতি সমর্থন জানিয়ে ক্ষোভ উগরে দেন ভক্তেরা। তাঁর এই দুঃসময়ে অগণিত ভক্তের সমর্থন পেয়ে টুইটারে তিনি লেখেন, “আমার প্রতি বিশ্বাস ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। কখনও বিশ্বাসঘাতকতার কাজ করিনি, ভবিষ্যতেও করব না।”

ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, যদি লি-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করা হবে। সে ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে পাওয়া রুপো এবং ব্রোঞ্জ পদকও ফিরিয়ে নেওয়া হতে পারে তাঁর কাছ থেকে।

lee chong wei malayasia anti-doping suspend sports news online sports news badminton player suspended Badminton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy