Advertisement
২৪ মে ২০২৪

একে-৪৭ দেখিয়ে ফার্মা কোম্পানির ডিরেক্টরকে অপহরণের চেষ্টা হায়দরাবাদে

প্রাতঃভ্রমণ সেরে সবে গাড়িতে উঠছিলেন। ঠিক তখনই গাড়ির পিছনের আসন থেকে একে-৪৭ নিয়ে আক্রমণ করে এক আততায়ী। অতর্কিতে আক্রমণ করলেও সময় নষ্ট করেননি তিনি। আততায়ীর হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুরু হয় দু’জনের ভিতর ধস্তাধস্তি। সাহায্যের জন্য চিত্কার করতে থাকেন তিনি। আততায়ীকে চেপে ধরে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ১৪:০৯
Share: Save:

প্রাতঃভ্রমণ সেরে সবে গাড়িতে উঠছিলেন। ঠিক তখনই গাড়ির পিছনের আসন থেকে একে-৪৭ নিয়ে আক্রমণ করে এক আততায়ী। অতর্কিতে আক্রমণ করলেও সময় নষ্ট করেননি তিনি। আততায়ীর হাত থেকে বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুরু হয় দু’জনের ভিতর ধস্তাধস্তি। সাহায্যের জন্য চিত্কার করতে থাকেন তিনি। আততায়ীকে চেপে ধরে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। বেগতিক দেখে ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় সে। বুধবার সাতসকালে ফিল্মি কায়দায় হায়দরাবাদের বানজারা হিলসে এ ভাবেই অপহরণ করার চেষ্টা করা হল একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার ডিরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট নিত্যানন্দ রেড্ডিকে।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ নিত্যানন্দ রেড্ডি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কে বি আর পার্কে। ভ্রমণ শেষে গাড়িতে উঠে চালকের আসনে বসেন তিনি। পাশের আসনে ছিলেন তাঁর ভাই। সেই সময় এক আততায়ী একে-৪৭ নিয়ে হঠাত্ আক্রমণ করেন তাঁকে। বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর ভাইও ওই আততায়ীকে ধরবার চেষ্টা করেন। ধস্তাধস্তি শুরু হলে আগ্নেয়াস্ত্রটি গাড়ির পিছনের আসনে রেখেই পালিয়ে যায় সে। এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিস এসে গুলির খোল-সহ একে-৪৭ রাইফেলটিও উদ্ধার করে।

বানজারা হিলসের সহকারী পুলিশ কমিশনার উদয়কুমার রেড্ডি বলেন, “নিত্যানন্দ রেড্ডিকে অপহরণের চেষ্টা করে এক আততায়ী। সে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় ওই আততায়ী।” তিনি জানিয়েছেন, ওই একে-৪৭ রাইফেলটি বছরখানেক খোয়া গিয়েছিল। সেই সংক্রান্ত মামলা এখনও চলছে।

সাতসকালে শহরের ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। তদন্তের কাজে পুলিশের কুকুরকেও ব্যবহার করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pharma company reddy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE