Advertisement
E-Paper

গোলাঘাটে তরুণ গগৈয়ের কনভয়ে হামলা

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ১৭:৫৪
তরুণ গগৈ। ছবি: পিটিআই।

তরুণ গগৈ। ছবি: পিটিআই।

নাগাল্যান্ডের সীমানা লাগোয়া অসমের গোলাঘাট জেলার হিংসা কবলিত এলাকার একটি ত্রাণশিবির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার সেখানে তাঁর কনভয়ে হামলা চালায় উত্তেজিত জনতা।

এ দিন সকালে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় মোড়া মুখ্যমন্ত্রীর কনভয় যোরহাট থেকে সড়কপথে গোলাঘাট পৌঁছয়। কনভয় ত্রাণশিবিরের কাছাকাছি পৌঁছনো মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি এ পি রাউত। পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় ঘটনাস্থল থেকে দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এমনকী জলকামানও ব্যবহার করতে হয়। এই ঘটনায় এক জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এডিজি। অন্য দিকে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যেরা তরুণ গগৈয়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান।

গত ১২ অগস্ট গোলাঘাটের উরিয়ামঘাটে দুষ্কৃতীদের হাতে নিহত হন ন’জন। তাদের তাণ্ডবে ঘরছাড়া হন ওই জেলার সাতটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ। জেলা প্রশাসনের সহায়তায় এখন তাঁদের ঠাঁই হয়েছে উরিয়ামঘাটের ত্রাণশিবিরে। নাগাল্যান্ডের সীমানা লাগোয়া গোলাঘাট জেলার ওই গ্রামগুলিতে নাগা ও অসমীয়াদের বাস। বাসিন্দাদের অভিযোগ, সীমানা পেরিয়ে নাগা দুষ্কৃতীরা প্রায়ই অত্যাচার চালায় অথচ রাজ্য সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ।

এ দিনের ঘটনা প্রসঙ্গে তরুণ গগৈ বলেন, “মানুষের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। তবে আইন মেনে সেটা করা উচিত।” রাজ্য প্রশাসন সূত্রে খবর, সিআরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অসম-নাগাল্যান্ডের সীমানা সমস্যায় গগৈ ইতিমধ্যেই ‘বর্ডার ডেভেলপমেন্ট কাউন্সিল’ এবং ‘বর্ডার প্রোটেকশন ব্যাটেলিয়ন’ গঠনের প্রস্তাব দিয়েছেন। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সীমানা সংক্রান্ত সমস্যা চলছে দুই রাজ্যের মধ্যে। এ বিষয়ে গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত তথ্য দিয়েছে রাজ্য সরকার। রিপোর্টে নাগা দুষ্কৃতীদের হাতে বাসিন্দাদের অত্যাচারিত হওয়ার ঘটনাও তুলে ধরা হয়। গগৈ ওই দিন বলেছিলেন, “হিংসা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সাহায্য চাওয়া হয়েছে।” বিষয়টিতে হস্তক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রীকেও সরাসরি চিঠি লিখেছেন বলে দাবি গগৈয়ের।

tarun gogoi assam cm attack convoy golaghat border problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy