Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ছায়াযুদ্ধের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা জবাব পাকিস্তানের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ১৪:৩৯
Share: Save:

মোদীর হুঁশিয়ারির জবাব দিল পাকিস্তান। বুধবার পাক বিদেশ মন্ত্রক মোদীর ছায়াযুদ্ধ সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। উল্টে পাকিস্তানের তরফে ভারতকে পরামর্শ দেওয়া হয়েছে, অভিযোগের খেলায় না মেতে সমস্যাগুলো কী ভাবে আলোচনার মাধ্যমে মেটানো যায়, দু’দেশেরই সে বিষয়ে মনোযোগী হওয়া উচিত।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের লে-তে প্রধানমন্ত্রী ছায়াযুদ্ধ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন প্রতিবেশী দেশকে। সেনা এবং বায়ুসেনার জওয়ানদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আমাদের প্রতিবেশী দেশ প্রচলিত যুদ্ধে লড়ার শক্তি হারিয়েছে। তাই আমাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা।” ক্ষুব্ধ মোদী ওই দিন জানিয়েছিলেন, ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধের থেকে সন্ত্রাসবাদের বলি হচ্ছে বেশি।

গত কয়েক মাস ধরে একের পর এক সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছিল পাকিস্তান। মানা হচ্ছিল না ২০০৩ সালের এই সংক্রান্ত চুক্তিও। এর সঙ্গেই বাড়ছিল জঙ্গি কার্যকলাপ। মোদী কাশ্মীর যাওয়ার আগের দিন অর্থাৎ গত সোমবার রাতেও শ্রীনগরের কাছে বিএসএফের একটি কনভয়ে জঙ্গি হামলা চালানো হয়। এ সবেরই পরিপ্রেক্ষিতে মোদী ওই মন্তব্য করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india pakistan modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE