Advertisement
২৯ মে ২০২৪

তৃণমূলের সমাবেশে কার্যত অচল মহানগর

তৃণমূলের শহিদ সমাবেশ উপলক্ষে সোমবার সকাল থেকেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা। বিভিন্ন জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা রবিবার রাত থেকেই আসতে শুরু করেছিলেন শহরে। এ দিন সকালে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলামুখী জনতার স্রোত আসতে শুরু করে।

ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর। ছবি: সুমন বল্লভ।

ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর। ছবি: সুমন বল্লভ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ১৭:১৬
Share: Save:

তৃণমূলের শহিদ সমাবেশ উপলক্ষে সোমবার সকাল থেকেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা। বিভিন্ন জেলার তৃণমূল কর্মী-সমর্থকেরা রবিবার রাত থেকেই আসতে শুরু করেছিলেন শহরে। এ দিন সকালে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলামুখী জনতার স্রোত আসতে শুরু করে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাজরা মোড়, সন্টলেক স্টেডিয়ামের মতো কয়েকটি জায়গা থেকে সভার উদ্দেশে বেশ কয়েকটি বড় মিছিল বের হয়। সেই মিছিল পৌঁছলে মধ্য কলকাতা রীতিমতো লণ্ডভণ্ড চেহারা নেয়।

তৃণমূলের সমাবেশের জন্য এ দিন রাস্তায় নামেনি বেশির ভাগ বাস, ট্যাক্সি ও অটো। হাতেগোনা যে কয়েকটি নেমেছে, তারাও মিছিলের ফলে যানজটে আটকে পড়ে। যানবাহন যে মিলবে না, পুরনো অভিজ্ঞতা থেকে তা আগেই আঁচ করেছিলেন মানুষজন। তাই সকাল থেকেই শহরতলির লোকাল ট্রেনগুলি ছিল ভিড়ে ঠাসা। সমাবেশমুখী রাজনৈতিক কর্মীরা উঠে সেই ভিড় আরও বাড়িয়েছেন। পাশাপাশি, শহরের বিভিন্ন প্রান্তে এ দিন অটোর দেখাও কার্যত মেলেনি। সরকারি বাস রাস্তায় নামলেও তাতে ওঠার মতো পরিস্থিতি ছিল না। সকাল থেকে রাস্তায় বাস-ট্যাক্সি অত্যন্ত কম থাকায় অনেকেই মেট্রোর উপরে ভরসা রেখেছিলেন। এর ফলে শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে এ দিন থিকথিকে ভিড় ছিল। অফিস টাইমে অনেক যাত্রীই ভিড়ের চোটে মেট্রোয় উঠতে পারেননি বলে অভিযোগ। শহরের বিভিন্ন রাস্তায় সকাল থেকেই পুলিশি বন্দোবস্ত থাকলেও নাগরিক দুর্ভোগ তাতে কমেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE