Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তেহরানে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান

ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি: এএফপি।

ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৪ ১৩:০৬
Share: Save:

ফের ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। এ বার ঘটনাস্থল তেহরানের মেহরাবাদ বিমানবন্দর। রবিবার সকালে ৫০ জন যাত্রী নিয়ে মেহরাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি। উত্তর-পূর্ব ইরানের তাবাসে যাওয়ার কথা ছিল সেটির। বিমানে থাকা সমস্ত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন।

ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ১৪১-জেট বিমান স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় বলে সে দেশের সংবাদ সংস্থা সূত্রে খবর। গত কয়েক বছর ধরে বিমান দুর্ঘটনার কবলে পড়েছে ইরানের বিমান সংস্থাগুলি। বিমান পরিষেবার ক্ষেত্রে পুরনো বিমান ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করেছে সে দেশের বিশেষজ্ঞমহল। ২০১১-য় ঝড়ের মুখে পড়ে জরুরি অবতরণের সময় বোয়িং ৭২৭ ভেঙে পড়ে মৃত্যু হয় ৭৭ জনের। ২০০৯ ও ২০০৩-এও যাত্রিবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় বেশ কিছু যাত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

plane crash tehran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE