Advertisement
০৩ মে ২০২৪

দিল্লিতে মহিলা চিকিত্সকের উপর অ্যাসিড হামলা

খাস রাজধানীতে এ বার প্রকাশ্য দিবালোকে অ্যাসিড হামলার ঘটনা ঘটল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন মহিলা চিকিত্সক। মঙ্গলবার সকালে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকার ঘটনা। এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অজ্ঞাতপরিচয় ওই হামলাকারীরা এ দিন সন্ধ্যা পর্যন্ত ধরা পড়েনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৩
Share: Save:

খাস রাজধানীতে এ বার প্রকাশ্য দিবালোকে অ্যাসিড হামলার ঘটনা ঘটল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন মহিলা চিকিত্সক। মঙ্গলবার সকালে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকার ঘটনা। এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অজ্ঞাতপরিচয় ওই হামলাকারীরা এ দিন সন্ধ্যা পর্যন্ত ধরা পড়েনি।

পুলিশ জানিয়েছে, বছর তিরিশের ওই চিকিত্সক এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ন’টা নাগাদ রাজৌরি গার্ডেন বাজারের কাছে দু’জন বাইকআরোহী হঠাত্ই তাঁর দিকে অ্যাসিড ছোড়ে। হামলার পরই বাইকে চেপেই চম্পট দেয় তারা। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ওই হাসপাতালের সঙ্গেই যুক্ত বলে জানা গিয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এইমস-এ স্থানাস্তরিত করা হয়।

হামলাকারীদের পরিচয় জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলার কারণ জানতে ওই চিকিত্সকের বন্ধু ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগকারিণীর সঙ্গে কারও পুরনো কোনও শত্রুতা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

acid attack acid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE