Advertisement
০৩ মে ২০২৪

ধর্ষণের হুমকি, স্কুল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতার ছেলে

স্কুলেরই তিন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ছিল স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে। সোমবার বাবার উপস্থিতিতেই সেই অভিযুক্ত ছেলেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল স্কুল পরিচালন সমিতি। বাবা শুধু ওই পরিচালন সমিতির সদস্যই নন, তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষও বটে। স্কুল সমিতিটিও তৃণমূল প্রভাবিত।

নিজস্ব সংবাদদাতা
ওন্দা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ২১:২৫
Share: Save:

স্কুলেরই তিন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ছিল স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে। সোমবার বাবার উপস্থিতিতেই সেই অভিযুক্ত ছেলেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল স্কুল পরিচালন সমিতি। বাবা শুধু ওই পরিচালন সমিতির সদস্যই নন, তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষও বটে। স্কুল সমিতিটিও তৃণমূল প্রভাবিত।

ঘটনাস্থল, বাঁকুড়ার ওন্দা হাইস্কুল। এলাকার ওই তৃণমূল নেতার ছেলে এই স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্র। তার সঙ্গেই অভিযুক্ত ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র এবং এক বহিরাগত যুবক। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে ও থানায় লিখিত আবেদন করেছিলেন স্কুলের ছাত্রীদের অভিভাবকদের একাংশ। সেই মতো এ দিন পরিচালন কমিটির বৈঠক বসে। বৈঠক শেষে স্কুলের টিচার-ইন-চার্জ তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় অভিভাবকদের সামনে ঘোষণা করেন, “অভিযুক্ত দুই ছাত্রকেই আমরা বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। সেই মোতাবেক জেলা স্কুল পরিদর্শকের কাছে আমরা আবেদন করব।” স্কুলের পরিবেশ ঠিক রাখার স্বার্থে ছেলের শাস্তির বিধানকে মেনে নিয়েছেন কর্মাধ্যক্ষ বাবা। তবে, ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি মানতে চাননি। তাঁর বক্তব্য, “আমার ছেলেকে মিথ্যা অপবাদে ফাঁসানো হল। তবে আমি নিশ্চিত, স্কুলে আসার সুযোগ না পেলেও ও পরীক্ষায় ভাল ফল করবে। ওর আত্মবিশ্বাস এই ঘটনায় ভাঙবে না।” জেলা তৃণমূল কিন্তু এই ঘটনা থেকে নিজেদের দূরেই রাখতে চেয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা ওন্দারই বিধায়ক অরূপ খাঁ বলেছেন, “স্কুলের ঘটনা। স্কুল যা ভাল মনে করেছে, তাই করেছে। এ বিষয়ে দলীয় ভাবে কোনও মন্তব্য করা আমাদের ঠিক নয়।”

গত শুক্রবার, শিক্ষক দিবসে ওন্দা হাইস্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্কুলের বহু ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। ছাত্রী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, কর্মাধ্যক্ষের ছেলে দুই বন্ধুকে নিয়ে মোটরবাইকে স্কুলের মূল দরজার সামনে দাঁড়িয়ে ‘ইভটিজিং’ করছিল। এর প্রতিবাদ করে তিন ছাত্রী। আর তাতেই খেপে গিয়ে ওই তিনটি ছেলে প্রতিবাদী ছাত্রীদের ‘বেশি বাড়াবাড়ি করলে রেপ করে দেব’ বলে হুমকি দেয়। অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দেয় স্কুলে। ওই দিনই টিচার-ইন-চার্জের কাছে লিখিত অভিযোগ হয়। শনিবার ওন্দা থানাতেও অভিযোগ দায়ের হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape threat tmc leader son expell out
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE