Advertisement
২১ মে ২০২৪

বেলদা স্টেশনে রেল অবরোধ, ভোগান্তি যাত্রীদের

অবরোধের জেরে বেলদা স্টেশনে আটকে পড়েন যাত্রীরা। রবিবার রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

অবরোধের জেরে বেলদা স্টেশনে আটকে পড়েন যাত্রীরা। রবিবার রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৪ ১১:৩২
Share: Save:

বেলদা স্টেশনে রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়লেন নিত্যত্রীরা। লোকাল ট্রেনপথ সম্প্রসারণের প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মোদী সরকারের রেল বাজেটে বেলদা-হাওড়া লোকাল ট্রেনের পথ সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। হাওড়া থেকে বেলদায় আসার পরিবর্তে ওড়িশার বালাসোরের জলেশ্বর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনটি চালানোর প্রস্তাবের বিরোধিতা করেন স্থানীয় ব্যবসায়ী সমিতি-সহ নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, এর ফলে বেলদা থেকে হাওড়ায় মালপত্র নিয়ে যেতে অসুবিধায় পড়বেন তাঁরা। জলেশ্বর থেকে ট্রেন এলে তাঁদের বসার জায়গা পেতে অসুবিধার কথাও জানান নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের। এরই প্রতিবাদে ‘বেলদা-হাওড়া লোকাল বাঁচাও’ নামে কমিটি গড়ে এ দিন রেল অবরোধের কর্মসূচি নেন স্থানীয়রা।

দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মুরলীধর সাউ জানান, অবরোধের ফলে বেলদায় সিগনাল না-মেলায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। দাঁতনে বেঙ্গালুরু-গৌহাটি ও বাঘা যতীন এক্সপ্রেস, খড়্গপুরে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস এবং মেদিনীপুরে নীলাচল এক্সপ্রেস দেরিতে চলছে বলে জানান তিনি। অবরোধে ভোগান্তিতে পড়েন নিত্যাযাত্রীরাও।

মঙ্গলবার এ বিষয়ে আলোচনায় বসবেন বলে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের এডিআরএম পি কে মণ্ডল অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail blockade train belda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE