বেলদা স্টেশনে রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়লেন নিত্যত্রীরা। লোকাল ট্রেনপথ সম্প্রসারণের প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মোদী সরকারের রেল বাজেটে বেলদা-হাওড়া লোকাল ট্রেনের পথ সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। হাওড়া থেকে বেলদায় আসার পরিবর্তে ওড়িশার বালাসোরের জলেশ্বর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনটি চালানোর প্রস্তাবের বিরোধিতা করেন স্থানীয় ব্যবসায়ী সমিতি-সহ নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, এর ফলে বেলদা থেকে হাওড়ায় মালপত্র নিয়ে যেতে অসুবিধায় পড়বেন তাঁরা। জলেশ্বর থেকে ট্রেন এলে তাঁদের বসার জায়গা পেতে অসুবিধার কথাও জানান নিত্যযাত্রীরা। রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের। এরই প্রতিবাদে ‘বেলদা-হাওড়া লোকাল বাঁচাও’ নামে কমিটি গড়ে এ দিন রেল অবরোধের কর্মসূচি নেন স্থানীয়রা।
দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মুরলীধর সাউ জানান, অবরোধের ফলে বেলদায় সিগনাল না-মেলায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। দাঁতনে বেঙ্গালুরু-গৌহাটি ও বাঘা যতীন এক্সপ্রেস, খড়্গপুরে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস এবং মেদিনীপুরে নীলাচল এক্সপ্রেস দেরিতে চলছে বলে জানান তিনি। অবরোধে ভোগান্তিতে পড়েন নিত্যাযাত্রীরাও।
মঙ্গলবার এ বিষয়ে আলোচনায় বসবেন বলে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের এডিআরএম পি কে মণ্ডল অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা।