Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহানগরে ফের বহুতলে আগুন

চ্যাটার্জি ইন্টারন্যাশনালের রেশ কাটতে না কাটতেই ফের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহানগরে। রবিবার সকালে মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ পাঁচ তলা ওই বহুতলের চার তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন বহুতলেরই কেয়ারটেকার। সঙ্গে সঙ্গে তিনি দমকল ও পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়।

পরিস্থিতি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। ছবি: সুমন বল্লভ।

পরিস্থিতি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। ছবি: সুমন বল্লভ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৫
Share: Save:

চ্যাটার্জি ইন্টারন্যাশনালের রেশ কাটতে না কাটতেই ফের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহানগরে। রবিবার সকালে মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ পাঁচ তলা ওই বহুতলের চার তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন বহুতলেরই কেয়ারটেকার। সঙ্গে সঙ্গে তিনি দমকল ও পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। পার্ক স্ট্রিট থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের কর্মীরা জানিয়েছেন, যেহেতু এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং রাস্তা অপরিসর তাই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ওই তলে একটি নির্মীয়মান অফিসে আগুন লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। তবে দমকল সূত্রে খবর, আগুন আর ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। বহুতলের ভতরে কোনও কর্মী আটকে আছেন কি না তাও খতিয়ে দেখে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলকর্মীরা। তাঁরা জানিয়েছেন, বেশ কয়েক জন নিরাপত্তাকর্মী আগুন লাগার সময় বহুতলে থাকলেও তাঁরা নিজেরাই নিরাপদে নেমে এসেছেন।

পুলিশ এ দিন জানিয়েছে, রবিবার হওয়ার কারণে বেশি মানুষ ছিলেন না বহুতলটিতে। তাঁরা আরও জানিয়েছে, বহুতলটিতে অনেকগুলি বেসরকারি অফিস রয়েছে। সপ্তাহের প্রথমে বা কোনও ব্যস্ত সময়ে আগুন লাগলে অন্য রকম পরিস্থিতি সৃষ্টি হতে পারত। তবে এ দিনের ঘটনায় কেউ হতাহত হননি। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে দমকল প্রাথমিক ভাবে জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল ওই নির্মীয়মান অফিসে।

গত ২ সেপ্টেম্বর সাত সকালে ভয়াবহ আগুন লেগেছিল পার্ক স্ট্রিটের কাছে ময়দান লাগোয়া চ্যাটার্জী ইন্টারন্যাশনালের ষোলো তলায়। সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। সে দিনও বহুতলটিকে লোকসংখ্যা কম থাকায় হতাহতের বিষয়টি এড়ানো সম্ভব হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire mirza ghalib street kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE