এক রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পটনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অমরকান্ত ঝা-এর বিরুদ্ধে। পটনার পুলিশ সুপার মনু মহারাজ বুধবার বলেন, “নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অমরকান্তকে আটক করে পিরবাহর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।”
অভিযুক্ত চিকিৎসক এক জন চর্মরোগ বিশেষজ্ঞ। সম্প্রতি সুপার থেকে পটনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল পদে যোগ দিয়েছেন তিনি। ওই রাতে স্থানীয় মাখানিয়াকওনে অমরকান্তের বাড়ির ক্লিনিকে দেখাতে গিয়েছিলেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার ২৪ বছর বয়সি এক মহিলা। অভিযোগ সেই সময় তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেন ওই চিকিৎসক। ঘটনার পর ক্লিনিক থেকে বেরিয়ে এসে ওই মহিলা প্রতিবাদে ফেটে পড়েন। তাঁর সঙ্গে এলাকার বাসিন্দারাও যোগ দেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় অভিযুক্ত চিকিৎসককে।