Advertisement
১৯ মে ২০২৪

রঞ্জিত মামলায় তথ্য-সূত্র জানাতে প্রশান্ত ভূষণকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হার বিরুদ্ধে পাওয়া তথ্যের সূত্র জানাতে আইনজীবী প্রশান্ত ভূষণকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন এক বেঞ্চ। পরবর্তী শুনানির দিন একটি মুখবন্ধ খামে এ বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে ওই আইনজীবীকে।

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হা। —নিজস্ব চিত্র।

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হা। —নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৮
Share: Save:

সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিন্হার বিরুদ্ধে পাওয়া তথ্যের সূত্র জানাতে আইনজীবী প্রশান্ত ভূষণকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন এক বেঞ্চ। পরবর্তী শুনানির দিন একটি মুখবন্ধ খামে এ বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে ওই আইনজীবীকে।

সুপ্রিম কোর্টের নজরদারিতে টুজি এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে সিবিআই। সম্প্রতি আইনজীবী এবং আম আদমি পার্টি (আপ)-র সদস্য প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ওই মামলায় অভিযুক্তদের সঙ্গে দেখা করে তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন সিবিআই প্রধান। এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও করেন প্রশান্ত। রঞ্জিত সিন্হার বাড়িতে কারা আসা যাওয়া করেছেন সেই সংক্রান্ত একটি রেজিস্টার শীর্ষ আদালতে পেশ করেন তিনি। আদালতে প্রশান্ত জানান, ওই রেজিস্টারের তথ্য অনুযায়ী, টুজি এবং কয়লা কেলেঙ্কারিতে জড়িত অভিযুক্তরা সিবিআই প্রধানের বাড়িতে গিয়েছেন। এই অভিযোগের জবাবে সিবিআই প্রধানকে হলফনামা দিতে বলে শীর্ষ আদালত। গত ১২ সেপ্টেম্বর সেই হলফনামা আদালতের কাছে পেশ করেন তিনি। রঞ্জিত সিন্হার দাবি, অভিযুক্তদের সঙ্গে দেখা করলেও তাঁদের সাহায্য করেননি তিনি।

এ দিন আদালতে ওই রেজিস্টারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন সিবিআই প্রধান। তাঁর দাবি, প্রশান্ত ভূষণের পেশ করা রেজিস্টারের ৯০ শতাংশই ভুয়ো। এই মামলার পিছনে কর্পোরেট হাউসের হাত রয়েছে বলে অভিযোগ করেন সিবিআই প্রধানের আইনজীবী বিকাশ সিংহ। সংবাদমাধ্যমে বিষয়টি কী ভাবে ফাঁস হল, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। টুজি-কাণ্ডে অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিকাশ সিংহ।

এ দিন গোটা বিতর্কে সিবিআই-এর মতামত জানতে চায় শীর্ষ আদালত। কিন্তু সিবিআই-এর আইনজীবী কে কে বেনুগোপাল জানান, এটি প্রশান্ত ভূষণ এবং সিবিআই প্রধানের মধ্যেকার বিষয়। এতে সিবিআই-এর কোনও ভূমিকা নেই।

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ সেপ্টেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi ranjit sinha prashant bhushan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE