Advertisement
২৭ এপ্রিল ২০২৪

লাভপুরে হাতির তাণ্ডবে মৃত ১, আহত ১

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০১৪ ১৬:৩৩
Share: Save:

বীরভূমে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার নাম দুর্গাদাসী মণ্ডল। গুরুতর আহত হয়েছেন এক যুবকও। ঘটনাটি ঘটেছে লাভপুরের উত্তরপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৮টা নাগাদ বাড়ির সামনের একটি পুকুরে স্নান করতে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান বছর ৮০ বয়সের ওই বৃদ্ধা। পূর্ণ বয়স্ক দাঁতাল হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে পায়ের তলায় পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। এর পর ওই দাঁতাল হাতিটি হামলা চালায় ডুবসা গ্রামে। দাঁতালের আক্রমণে গুরুতর আহত হন জিতেন পত্রধর নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর হাতিটি শান্তিনিকেতনের একটি স্কুলের গেট ভেঙে কোপাই পেরিয়ে বল্লভপুর অভয়ারণ্যে ঢুকে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছন। সেখানেই হাতিটিকে আটকে রাখার চেষ্টা করা হয়। বন দফতর সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ইলামবাজার এলাকায় হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বাঁকুড়ার জয়পুরের জঙ্গল থেকে দলছুট হয়ে পূর্ণ বয়স্ক হাতিটি লোকালয়ে ঢুকে পড়ে। এ দিন বাঁকুড়া থেকে হাতি তাড়ানোর জন্য হুলা পার্টি ডাকা হয়েছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যার পর হুলা পার্টির সাহায্যে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant attack elephant attack lavpur killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE