Advertisement
১১ মে ২০২৪

শোকস্তব্ধ জামালদহ, মাধ্যমিক দিতে পারল না আহতেরা

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে সোমবার গ্রামের পাঁচ জন ছাত্র মারা গিয়েছে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অনেকে! ওই দিনের থেলপো মোড়ের দুর্ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না জামালদহের বাসিন্দারা। গ্রামে নেমেছে শোকের ছায়া। এলাকার মানুষেরা ভিড় করছেন সত্যেন, তাপস, হিরঞ্জয়, কাঞ্চন ও মেঘনাদদের বাড়িতে। এই ছাত্ররাই ওই দিনের দুর্ঘটনায় মারা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে জামালদহের সমস্ত দোকান-পাট বন্ধ। ওই দিন দুর্ঘটনার পর বিক্ষোভ দেখালেও এ দিন আর সে পথে হাঁটেননি এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩৬
Share: Save:

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে সোমবার গ্রামের পাঁচ জন ছাত্র মারা গিয়েছে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অনেকে! ওই দিনের থেলপো মোড়ের দুর্ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছেন না জামালদহের বাসিন্দারা। গ্রামে নেমেছে শোকের ছায়া। এলাকার মানুষেরা ভিড় করছেন সত্যেন, তাপস, হিরঞ্জয়, কাঞ্চন ও মেঘনাদদের বাড়িতে। এই ছাত্ররাই ওই দিনের দুর্ঘটনায় মারা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে জামালদহের সমস্ত দোকান-পাট বন্ধ। ওই দিন দুর্ঘটনার পর বিক্ষোভ দেখালেও এ দিন আর সে পথে হাঁটেননি এলাকাবাসী।

ওই দিন পরীক্ষা দিয়ে ফেরার পথে তীব্র গতিতে ছুটে যাওয়া বাস নয়ানজুলিতে উল্টে যাওয়ায় মৃত্যু হয় ওই চার মাধ্যমিক পরীক্ষার্থীর। মারা যায় বছর বারোর আর এক স্কুল ছাত্রও। দুর্ঘটনায় জখম হন আরও অন্তত ৩০ জন। তাদের মধ্যেও বেশ কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থীও ছিল। কোচবিহারের মেখলিগঞ্জ থানার জামালদহ লাগোয়া থেলপো মোড় এলাকায় এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে চালককেই দায়ী করা হয়। তিনি অবশ্য এখনও পলাতক।

দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন পরীক্ষার্থী শিলিগুড়ি এবং জলপাইগুড়ি হাসপাতালে চিকিসাধীন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদের কেউই আজ পরীক্ষায় বসেনি। তবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই দিন জানিয়েছিলেন, তারা যাতে আবার পরীক্ষা দিতে পারে, সেই বিকল্প ব্যবস্থা করার দিকটি পর্ষদ খতিয়ে দেখবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kochbihar bus accident madhyamik student dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE