Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

‘দিলীপদা সঙ্গে আছেন’, বলছেন অগ্নিমিত্রা

মেদিনীপুরে পদ্ম ফুটিয়েছিলেন দিলীপই। ফের টিকিট পেতে সেই পদ্মের কম পরিচর্যা করেননি তিনি। তাঁর নামে দেওয়াল পর্যন্ত লিখে ফেলেছিলেন কর্মীরা।

agnimitra paul

মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পুজো দিলেন শহরের বটতলা কালীমন্দিরে। মঙ্গলবার। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০৫:৩৬
Share: Save:

প্রার্থী হওয়ার পরদিনই ছুটেছিলেন কাঁথির অধিকারী বাড়িতে। দিলীপ ঘোষকে সরিয়ে মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের টিকিট পাওয়ার ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে চর্চাও চলছিল। তবে মেদিনীপুরের মাটিতে পা রেখে আর শুভেন্দু নন, বরং বিদায়ী সাংসদ দিলীপের কথাই বারবার বললেন পদ্ম-প্রার্থী অগ্নিমিত্রা পালের। দাবি, ‘‘দিলীপদা সব সময় রয়েছেন।’’

মেদিনীপুরে পদ্ম ফুটিয়েছিলেন দিলীপই। ফের টিকিট পেতে সেই পদ্মের কম পরিচর্যা করেননি তিনি। তাঁর নামে দেওয়াল পর্যন্ত লিখে ফেলেছিলেন কর্মীরা। তবে এ বারে দিলীপকে দল সরিয়ে নিয়ে গিয়ে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী করেছে। স্বভাবতই মন খারাপ তাঁর অনুগামীদের। অগ্নিমিত্রা অবশ্য সোজাসুজিই বলছেন, ‘‘দিলীপদা পাঁচ বছর এখানে সংসার করেছেন। সেখানে ওঁদের মন খারাপ হবে না? আসানসোল থেকে আমি এখানে এসেছি। আমার ওখানকার ছেলেমেয়েদের মন খারাপ হচ্ছে না?’’ পাশাপাশি দিলীপ-অনুগামীদের তাঁর বার্তা, ‘‘মন খারাপ করে থাকলে হবে না। এই যুদ্ধ একসঙ্গে লড়তে হবে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

বস্তুত, শুভন্দুর বিজেপিতে যোগদান ও উত্থান আর বঙ্গ বিজেপিতে দিলীপের ক্রমশ কোণঠাসা হওয়া, সমান্তরাল ভাবেই চলেছে। দু’জনেই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র। তবে দলেরই একাংশের কথায়, দু’জনের মধ্যে ঠান্ডা সম্পর্ক। দিলীপ যত দিন মেদিনীপুরের সাংসদ ছিলেন, তাঁর এলাকায় কর্মসূচিতে আসেননি শুভেন্দু। টানাপড়েনের আবহেই এ বার মেদিনীপুর থেকে সরতে হয়েছে দিলীপকে। বিজেপির অন্দরেই গুঞ্জন, ঘাটালে হিরণ আর মেদিনীপুরে অগ্নিমিত্রা, দু’জনই কার্যত শুভেন্দুর প্রার্থী। অগ্নিমিত্রা অবশ্য মঙ্গলবার মেদিনীপুরে এসে মনে করিয়ে দিয়েছেন, রবিবার নাম ঘোষণার পরেই তিনি দিলীপের কাছে গিয়েছিলেন। অগ্নিমিত্রার কথায়, ‘‘দিলীপদার আশীর্বাদ নিয়েই আমার এখানে আসা। দিলীপদা আমাকে রাজনীতিতে এনেছেন। আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছেন।’’ তাঁর মতে, ‘‘মেদিনীপুরে বিজেপিই জিতবে। দিলীপদা এখানে সংগঠন গড়েছেন। সেই সংগঠন বেশ পোক্ত।’’ সঙ্গে এ-ও জুড়েছেন, ‘‘কে দিলীপ ঘোষ, কে শুভেন্দু অধিকারী, কে অগ্নিমিত্রা পাল— তা আমাদের দলে অন্তত গুরুত্বপূর্ণ নয়। বুথস্তরের কর্মীরা গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ পদ্মফুলও মোদীজি।’’ এ দিন একাধিক মন্দিরে পুজো দেন ও বাইকে চেপে শহর ঘোরেন অগ্নিমিত্রা। দুপুরে পুরনো বিজেপি কর্মী সোমনাথ সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। পরে বেলদাতেও এক কর্মীর বাড়িতে দাঁতন, কেশিয়াড়ি ও নারায়ণগড় বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি।

লোকসভার লড়াইয়ে অগ্নিমিত্রার প্রতিপক্ষ তৃণমূলের জুন মালিয়া। অগ্নিমিত্রার মতে, ‘‘আমাদের লড়াই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। জুন মালিয়া ইজ নো বডি।’’ জুন বলছেন, ‘‘অগ্নিমিত্রাকে অনেক দিন ধরে চিনি। ওঁকে শুভেচ্ছা। তবে লড়াই নিশ্চিত ভাবেই হবে, রাজনীতির লড়াই।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE