Advertisement
Back to
Lok Sabha Election 2024

হুমকি দিচ্ছে তৃণমূল! সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত-নির্দেশে স্বস্তি রেখার, চান, ‘ভোট শান্তিতে হোক’

সন্দেশখালিতে যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই শাহজাহান শেখই বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশকে স্বাগত জানিয়েছেন। এ নিয়েও মুখ খুলেছেন রেখা।

রেখা পাত্র।

রেখা পাত্র। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ২১:৫৩
Share: Save:

সন্দেশখালিতে শাহজাহান শেখ ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন সন্দেশখালির ভূমিকন্যা তথা বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, তৃণমূলের গুন্ডারা এখনও বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই বলে জানিয়ে রেখার বক্তব্য, “সন্দেশখালিতে এখনও যে ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে লোকে ভোটটাই শান্তিতে দিতে পারবে না।” এই পরিস্থিতিতে উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশে খানিক স্বস্তিতে বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ এ বার শান্তিতে শ্বাস নিতে পারবেন। আমি চাই, সকলে শান্তিতে থাকুন। ভোটটা যেন বসিরহাট কেন্দ্রের সকলে শান্তি মতো দিতে পারেন।’’

রেখা জানান, সন্দেশখালির মহিলারা এখন অনলাইনেই যাবতীয় অভিযোগ জানাতে পারেন। সেই ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, ‘‘এত দিন তৃণমূলকে পাশে পাইনি। সিপিএমকেও পাশে পাইনি। শুধু বিজেপিরই কেন, সকলেরই ভাল হবে নতুন ব্যবস্থায়। অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা হলে সুবিধা হবে মহিলাদের। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পাশে আছেন। নিশ্চয় মানুষকে সাহায্য করব।’’ রেখার হুঁশিয়ারি, এ বার সন্দেশখালিতে ভোট লুটের চেষ্টা হলে তা রুখে দেবেন স্থানীয় মহিলারাই। তাঁর কথায়, ‘‘তাঁরা আবার ঝাঁটা-লাঠি হাতে তুলে নেবেন। বাংলার মেয়েরা জানেন, অসম্মানের বিরুদ্ধে কী ভাবে লড়তে হয়, কী কী হাতে তুলে নিতে হয়।’’

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসারেরা। তার পর থেকেই মহিলাদের যৌন নিগ্রহ, জনজাতির মানুষের জমি দখল, চাষের জমিকে জোর করে জলাজমিতে রূপান্তরিত করে ভেড়ি বানানো-সহ নানা অভিযোগ উঠে আসে শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে। তদন্তে সিবিআই কী কী দেখবে তা-ও রায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, এই তদন্তের স্বার্থে রাজ্য প্রশাসন, পুলিশ, বেসরকারি সংস্থা, আধা বিচার বিভাগীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ জনগণ, যে কারও কাছ থেকেই সিবিআই তথ্য নিতে পারবে। ঘটনাচক্রে, সন্দেশখালিতে যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই শাহজাহানই বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।’’ এ প্রসঙ্গে রেখা বলেন, ‘‘এ রকম দুষ্কৃতী কখনও দেখিনি। এত অত্যাচারের পরেও এগুলো বলে কী করে? লজ্জা করে না শাহজাহানের? বাঁচার জন্য এ সব বলবে এখন। বলুক।’’

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Rekha Patra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE