Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

মমতার ছবি-সহ খাতা নিয়ে নালিশ শুভেন্দুর

খাতা-সহ অন্য শিক্ষা সরঞ্জাম বণ্টন অব্যাহত রাখতে শিক্ষা দফতর মমতার বদলে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ছাপতে পারে বলেও শুভেন্দুর পরামর্শ।

suvendu adhikari

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৭:৪২
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত স্কুল শিক্ষা দফতরের বিলি করা খাতাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিজেপি। এক্স হ্যান্ড্‌লে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের দেওয়া খাতার ছবি দিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, “আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। মুখ্যমন্ত্রী এক জন জনপ্রতিনিধি। বাইরের ও ভিতরের পাতায় তাঁর ছবি-সহ খাতা বিতরণ করা হয়েছে। মনে হতে পারে, খাতাগুলি অভিভাবকদের, যাঁরা ভোটার, তাঁদের প্রভাবিত করার জন্য বিতরণ করা হচ্ছে।” খাতা-সহ অন্য শিক্ষা সরঞ্জাম বণ্টন অব্যাহত রাখতে শিক্ষা দফতর মমতার বদলে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ছাপতে পারে বলেও শুভেন্দুর পরামর্শ। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়াও। তৃণমূল নেতা কুণাল ঘোষের অবশ্য প্রতিক্রিয়া, “এটা শিক্ষা দফতর বলতে পারবে। কিন্তু হতে পারে আগে থেকে ছাপানো ছিল। সেগুলো নষ্ট হবে? আর যারা জিনিসগুলো পেয়েছে, তারা তো শিশু-কিশোর। তারা তো ভোট দেবে না।”

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE