Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী কে? টানাটানি কংগ্রেস-তৃণমূলে

কেন এমনটা হবে? নেপালকে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

প্রশান্ত পাল 
পুরুলিয়া শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ০৯:৫৬
Share: Save:

জোট বিতর্কে জেরবার পুরুলিয়ার বিরোধীরা। রাজ্যে বাম-কংগ্রেস-আইএসএফ-এর আসন সমঝোতার কাজ চলার মধ্যেই পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বামফ্রন্টের আপত্তি সত্ত্বেও প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক-ও। সে নিয়ে বিতর্ক চলছিলই। এ বার সর্বভারতীয় ক্ষেত্রের বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে পুরুলিয়ার প্রার্থী কে, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, কোথাও শান্তিরামকে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বলে প্রচারে উল্লেখ করা হয়নি। অথচ সম্প্রতি এআইসিসি নেপাল মাহাতোকে পুরুলিয়ার প্রার্থী ঘোষণা পরেই, তিনিই ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বলে প্রচারে নিয়ে আসতেই তৃণমূল রে রে করে উঠেছে। কেন এমনটা হবে? নেপালকে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী বলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেওয়াল লেখা শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি নেপাল দাবি করেন, ‘‘পুরুলিয়া কেন্দ্রে কংগ্রেসই ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী। তৃণমূল কি দেওয়াল লিখনে বা ব্যানারে কোথাও দাবি করেছে, শান্তিরাম মাহাতো ইন্ডিয়া জোটের প্রার্থী? সেটা তো কোথাও দেখা যাচ্ছে না।’’ তাঁর কটাক্ষ, ‘‘একদিকে মুখে বলব বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াই হবে। অন্যদিকে বিজেপি-বিরোধী ভোটও ভাগ করবে। তাহলে কে বিজেপির ‘বি টিম’?’’ নেপাল জানান, তৃণমূলের এই দ্বিচারিতার কথা তাঁরা প্রচারে মানুষকে বলবেন।

তৃণমূল প্রার্থী শান্তিরামের জবাব, ‘‘মানুষ ঠিক করবেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কে আসল প্রার্থী। রাজ্যের মানুষ বিলক্ষণ জানেন, কোন দল বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াইয়ে ময়দানে রয়েছে। সারা দেশে এই লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিচ্ছেন।’’ তাঁর দাবি, তৃণমূল নেত্রী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন, রাজ্যে যেখানে যে শক্তিশালী, সেখানে বিজেপির বিরুদ্ধে সেই দলই লড়াই করুক। সেই ফর্মুলা এখানে অন্যেরা কেন মানেনি, রাজ্যের মানুষ তা জানেন। তৃণমূলের পুরুলিয়া লোকসভার পর্যবেক্ষক তথা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘‘বাংলায় ‘ইন্ডিয়া’ জোট নেই। এখানে কংগ্রেস-বাম বা তৃণমূল আলাদা ভাবেই লড়াই করছে। তবে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল যে ‘ইন্ডিয়া’ জোটে রয়েছে, তা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন।’’ বিজেপির রাঢ়বঙ্গ জ়োনের আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তীর কটাক্ষ, ‘‘কে বড় বিরোধী তা নিয়ে প্রতিযোগিতা চলছে! মানুষ মোদীজির গ্যারান্টিতেই আস্থা রাখছেন।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE