লোকসভা ভোটে প্রার্থী হতে না পেরে বেঁকে বসেছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি। কলকাতা দক্ষিণ লোকসভা আসনে এ বার লড়ছে সিপিএম, প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। এআইসিসি বা প্রদেশ কংগ্রেসের স্পষ্ট নির্দেশিকা না থাকায় সিপিএম প্রার্থীর সমর্থনে কোনও প্রচার বা কর্মসূচিতে যাওয়া যাবে না বলে দলের নেতা - কর্মীদের বার্তা দিয়েছিলেন কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। কিন্তু রবিবার কলকাতা জেলা সিপিএমের দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে কলকাতা দক্ষিণ কেন্দ্রের জন্য সমন্বয় বৈঠকে বসলেন কংগ্রেসের তরফে মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মহম্মদ মুখতার, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌমেন পালেরা। সিপিএমের তরফে ছিলেন জেলা সম্পাদক কল্লোল মজুমদার, কলতান দাশগুপ্ত, কৌস্তুভ চট্টোপাধ্যায় প্রমুখ। দক্ষিণের প্রার্থী সায়রাকে নিয়ে এ দিন ৮৩ নম্বর ওয়ার্ডে প্রচারেও সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে ছিলেন কংগ্রেসের আশুতোষ। এর আগে কলকাতা উত্তর কেন্দ্রেও কংগ্রেস এবং সিপিএমের সমন্বয় বৈঠক হয়ে গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)